বাংলা হান্ট ডেস্কঃ ভারতবর্ষে এমন একটি দেশ এখানকার মানুষের কালচার এমন যা আপনাকে সত্যিই অবাক করবে। কারণ আপনি যতদিন না পর্যন্ত জনপ্রিয় হবেন যতদিন না পর্যন্ত প্রচারের আলোয় আসবেনা ততদিন আপনাকে কেউ পাত্তাও দেবে না। যেই আপনি জনপ্রিয় হয়ে উঠবেন সেই আপনার পেছনে দৌড়াবে সবাই। এবার ঠিক এমনটাই ঘটলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরুণ ওপেনার দেবদত্ত পাডিক্কলের সঙ্গে।
গত মরশুমে আইপিএলে অভিষেক ঘটে দেবদত্ত পাডিক্কলের। আর তখন থেকেই তিনি আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন। তবে এই বছরের শুরুতেই অর্থাৎ গতকাল রাজস্থান রয়েলসের বিরুদ্ধে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন দেবদত্ত পাডিক্কল। ঘরোয়া ক্রিকেটে তিনি এখনো পর্যন্ত সেঞ্চুরির মুখ দেখেন নি, তার আগেই তিনি আইপিএলে সেঞ্চুরি করে ফেলেছেন। আরসিবি অধিনায়ক স্বয়ং বিরাট কোহলিও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পাডিক্কলকে।
পাডিক্কলের দুর্দান্ত সেঞ্চুরি করার পরই লড়াই শুরু হয়ে গিয়েছে কেরল ও কর্ণাটক ক্রিকেট বোর্ডের মধ্যে। পাডিক্কল কাদের তৈরি অর্থাৎ পাডিক্কলের এত ভালো ক্রিকেটার হয়ে ওঠার পেছনে কোন রাজ্যের অবদান বেশি এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেরল ক্রিকেট বোর্ডের কর্তাদের দাবি, পাডিক্কল তাদের রাজ্যেই জন্ম নিয়েছে তাদের রাজ্যেই বেড়ে উঠেছে, তাই এই কৃতিত্ব তাদের। অপরদিকে কর্ণাটক ক্রিকেট বোর্ডের কর্তারা দাবি করেছেন, পাডিক্কলের ক্রিকেটীয় উত্থান ঘটেছে আমাদের রাজ্য থেকেই, তাই এই কৃতিত্ব পুরোটাই আমাদের।
‘আই-প্যাক অসৎ, টাকা নিয়ে..,’ এ বার ফুঁসে উঠলেন কল্যাণ, একি ফাঁস করলেন!