বাজারে কৃষিপণ্য বিক্রি করতে বসায় বচসা, দেগঙ্গায় গ্রেফতার নিরীহ চাষিরা

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বাজারে সবজি বিক্রি করতে এসে বাজারে ঢুকতে বাধা পান স্থানীয় কৃষকরা। বাজার কমিটির পক্ষ থেকে তাদের জানানো হয় সবজি বিক্রি করতে হলে তাদের বাজারের বাইরে বসতে হবে। এর পরেই শুরু হয় গন্ডগোল। চাষীদের অভিযোগ, টাকার বিনিময় বাজার কমিটির পক্ষ থেকে ভালো ভালো জায়গাগুলি বিক্রি করে দেওয়া হয়েছে দালালদের। যার ফলে সৃষ্টি হয়েছে এই সমস্যা। এই দাবি নিয়ে রীতিমতো বিক্ষোভ শুরু করেন তারা।

ঝামেলা না মেটায় বিক্ষুব্ধ চাষীরা অবরোধ করেন ৩৫ নম্বর জাতীয় সড়ক। অবরোধের জেরে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, জমতে থাকে ভিড়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে দেগঙ্গা থানার পুলিশকে খবর দেয় বাজার কমিটি। আর তারপরেই কার্যত অতি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয় পুলিশ বাহিনী। আচমকাই বিক্ষোভরত চাষীদের উপর শুরু হয় লাঠিচার্জ।

   

ঘটনা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কয়েকজনকে গ্রেপ্তারও করে নিয়ে যান তারা। আর এই গ্রেপ্তার এবং লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করেই এখন রীতিমতো সরগরম হয়ে উঠেছে এলাকা। চাষীদের অভিযোগ, কার্যত নিরীহ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ এবং বিক্ষোভ সামলাতে না পেরে গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু নিরীহ চাষীকে।

এই ঘটনায় এমনকি থানার সামনেও শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি, আসলে টাকার লোভে বাজারের ভিতরকার ভালো ভালো জায়গাগুলি বেচে দিয়েছে বাজার কমিটি। যার জেরে পেটে টান পড়বে কৃষকদের। আর সেই কারণে বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। কিন্তু এই সামান্য ঘটনায় পুলিশের এ ধরনের আচরণে ক্ষুব্ধ তারা।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর