বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার সকালে আচমকাই দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ ভেঙে পড়ে (Delhi Airport Accident)। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। প্রায় ৮ জন জখম হয়েছে বলে খবর। এই ঘটনা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলেছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সম্প্রসারিত অংশের তড়িঘড়ি উদ্বোধনের ফলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন TMC সাংসদ সাকেত গোখলে। যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে অন্য কথা।
সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, এদিন দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের যে অংশ ভেঙে পড়েছে সেটি ২০০৯ সালে তৈরি। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) যে অংশের উদ্বোধন করেছিলেন সেটি ‘অটুট’ রয়েছে। রিপোর্ট অনুসারে, আজ ভোরে প্রবল বৃষ্টির মাঝে বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একটি অংশ (Delhi Airport Terminal 1 Accident) একাধিক গাড়ির ওপর ভেঙে পড়ে।
এই ঘটনার পর এক্স হ্যান্ডেলে ওই ঘটনার বেশ কয়েকটি ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীকে নিশানা করেন TMC সাংসদ সাকেত (Saket Gokhale)। এই ঘটনার জেরে ৩ জন ব্যক্তির মৃত্যু হয়েছে দাবি করে লেখেন, ‘নির্বাচনী প্রচারের জন্য গত মার্চ মাসে তড়িঘড়ি এই টার্মিনালের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। তখনও কাজ সম্পূর্ণ হয়নি। এই ঘটনায় ৩ ব্যক্তির মৃত্যুর জন্য সরাসরি উনি দায়ী। কারণ মোদী তখন প্রচারের জন্য মরিয়া ছিলেন’।
আরও পড়ুনঃ DA লড়াই জারি থাক! বেতনের চল্লিশ হাজার টাকা সংগ্রামী যৌথ মঞ্চের হাতে তুলে দিলেন শুভেন্দু
উল্লেখ্য, ২০১৯ সালেদিল্লি বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শুরু হয়। এরপর চলতি বছর মার্চ মাসে টার্মিনাল ১-র সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর কয়েক মাস কাটতে না কাটতেই বিপর্যয়। যদিও সরকারের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে, ভেঙে পড়া অংশটির নির্মাণ ২০০৯ সালে হয়েছে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, এদিন ভোর ৫:৩০ নাগাদ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় দমকল এবং পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই মৃতের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের ৩ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।