বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের সেমিফাইনালের পর ক্রিকেটের বাইশ গজ থেকে দীর্ঘদিন নিজেকে সরিয়ে রেখেছিলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। দীর্ঘদিন কোন প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামেন নি ধোনি। অবশেষে 437 দিন পর ক্রিকেট মাঠে দেখা গেল বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। আর দীর্ঘদিন পর ধোনি একেবারে রাজকীয় ভাবে ক্রিকেটের 22 গজে প্রত্যাবর্তন করলেন। মাঠে নেমেই অনন্য নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি।
গতকাল আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং তিনবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আর এই উদ্বোধনী ম্যাচে মুম্বাইকে 5 উইকেটে হারিয়েছে জয় তুলে চেন্নাই সুপার কিংস। আর এই জয়ের সঙ্গে সঙ্গে বিশেষ নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথম অধিনায়ক হিসাবে আইপিএলে শততম ম্যাচ জয়ের নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি।
সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এখন শুধু ধোনিকে আইপিএলের মঞ্চেই দেখা যাবে। আর তাই দীর্ঘদিন পর ধোনিকে বাইশগজে ফিরতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন লক্ষ লক্ষ ধোনি ভক্তরা। আর এমন দিনে ধোনির শততম আইপিএল ম্যাচ জয় ধোনি ভক্তদের কাছে এক বাড়তি পাওনা। ধোনির এই শততম আইপিএল ম্যাচ জয় চিরস্মরণীয় হয়ে থাকবে ধোনির ভক্তদের কাছে।