টোকাই এখন ফ‍্যাশন, আলিয়ার প‍র এবার মার্কিন গায়িকা রিহানার পোশাক নকল করলেন সোনম!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন সদস‍্য আসার দিন গুনছেন সোনম কাপুর (Sonam Kapoor)। বিয়ের চার বছর পর মা হতে চলেছেন তিনি। বলিউডের ফ‍্যাশন আইকন সোনম অন্তঃসত্ত্বাকালীন সময়টাতেও স্টাইল দেখানোর কোনো সুযোগ ছাড়ছেন না। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা কালীন ফটোশুট গুলি ভাইরাল হচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়।

তবে তাঁর সাম্প্রতিক ফটোশুটটির পর নকল করার অভিযোগ উঠেছে সোনমের বিরুদ্ধে। কালো অন্তর্বাসের উপরে স্বচ্ছ কালো কাফতান পরেছেন তিনি। জালের মতো পোশাকের তলায় স্পষ্ট তাঁর স্ফীত বেবি বাম্প। ছবিগুলি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে।


কিন্তু অনেকে সোনমের বিরুদ্ধে নকল করার অভিযোগ তুলেছেন। সম্প্রতি মার্কিনি পপ গায়িকা রিহানাকেও একই রকম স্বচ্ছ কালো পোশাকে দেখা গিয়েছিল। অন্তঃসত্ত্বা রিহানা বেবি বাম্প দেখিয়ে অস্কার পার্টিতে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন। নেটিজেনদের কটাক্ষ, বলিউডের ফ‍্যাশন বোদ্ধা হয়েও শেষে হলিউড গায়িকাকে নকল করতে হল সোনমকে! যদিও ট্রোলের কোনো উত্তর এখনো দেননি অভিনেত্রী।

https://www.instagram.com/p/Cce0t0-v4ce/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, গত ২১ মার্চ মা হতে চলার সুখবর জানান সোনম। সঙ্গে শেয়ার করেন বেবি বাম্পের ছবিও। সুখবর জানাতে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ‘নীরজা’ অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছে, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে তিনি। পরনে একটি কালো বডিস‍্যুট। দু হাতে স্পর্শ করে রয়েছেন বেবি বাম্প। দুজনের মুখেই উপচে পড়ছে হাসি।

ক‍্যাপশনে সোনম লিখেছিলেন, ‘চারটে হাত। তোমাকে যতটা সম্ভব ভাল করে বড় করে তোলার জন‍্য। দুটো হৃদয়। যারা তোমার সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে কম্পিত হবে। একটা পরিবার। যা তোমাকে ভালবাসা ও সমর্থনে ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানানোর জন‍্য আর অপেক্ষা করতে পারছি না আমরা।’ নিজের ডেলিভারির তারিখও জানিয়েছেন সোনম। চলতি বছরের শেষের দিকেই নতুন সদস‍্য আসছে তাঁর পরিবারে।

সম্পর্কিত খবর

X