মমতা ব্যানার্জীকে দেশের সবথেকে বিফল মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিজেপির (BJP)রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তোপ দেগে বলেন ভাষণ দেওয়া ছাড়া আর কোনও কাজ নেই, ভারতের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণায় এদিন অনেক কথা বলেন। নির্মলা সীতারামনের আর্থিক প্যাকেজকে ‘বিগ জ়িরো’ বলে তিনি বলেছেন, ‘‘আশা ছিল, রাজ্যগুলির জন্য কিছু ঘোষণা হবে। কোভিড পরিকাঠামো তৈরির জন্য অর্থ বরাদ্দ নেই। অসংগঠিত ক্ষেত্র, ক্ষুদ্র শিল্প, বাজেট নিয়ন্ত্রণ আইন শিথিল করার প্রশ্নেও কিছু বলা হয়নি।”

মুখ্যমন্ত্রীর কথা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান 

মুখ্যমন্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ জানান , মুখ্যমন্ত্রী তাঁর তরফ থেকে পশ্চিমবঙ্গের মানুষকে কী সুবিধা দিয়েছেন। উনি টাকা চাইছেন কিন্তু হিসেব দিচ্ছেন না বলেও জানান দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের মন্তব্য 

দিলীপ ঘোষ বলেন, “ সরাসরি ডিএমদের হাতে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মোদী সরকার। একেবারে পিএম টু ডিএম। সেটা যেমন ১০০ দিনের কাজে হয়েছে এবং অন্য সরকারি প্রোজেক্টেও হয়েছে। মিড-ডে মিলেও সেই চেষ্টা করা হচ্ছে, যাতে কাটমানি বন্ধ হয়। কিন্তু মমতা ২০০ কোটি করোনার জন্য খরচ করবেন বলেছিলেন অথচ ১৩০০ কোটি টাকা ক্লাবের কাছে গেছে ভোট কেনার জন্য। কেন্দ্রের টাকা যদি রাজ্য সরকারের হাতে না আসে, তাহলে পার্টি কাটমানি পায় না। তাই কেন্দ্র রাজ্যকে যত টাকাই দিক মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিনই খুশি হবেন না।” আর এই প্রসঙ্গে দিলীপ বলেন, “ভারতের মধ্যে সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি। যাঁর ভাষণ দেওয়া ছাড়া আর কোনও কাজ নেই।”

সম্পর্কিত খবর

X