বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই অস্ত্রোপচার হয়েছিল। ফের পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ‘তুঁতে’ অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)। খুব শীঘ্রই নতুন প্রোজেক্ট শুরু হওয়ার কথা রয়েছে তাঁর। কিন্তু তার আগেই পরপর ফাঁড়া যাচ্ছে অভিনেত্রীর। বাইক দুর্ঘটনায় বড়সড় চোট পেয়েছেন তিনি।
ফের দুর্ঘটনার কবলে দীপান্বিতা (Dipanwita Rakshit)
কিছুদিন আগেই গলব্লাডার অপারেশন হয়েছে দীপান্বিতার (Dipanwita Rakshit)। চিকিৎসকের পরামর্শে বিশ্রামেই ছিলেন তিনি। কিন্তু খুব জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বেরোতে হয়েছিল তাঁকে। গাড়ির চালক না থাকায় নিজে চালিয়ে যাওয়ার সাহস দেখাননি তিনি। অনলাইনে বাইক বুক করেছিলেন দীপান্বিতা (Dipanwita Rakshit)। তাতেই যে বিপদ ঘটবে তার আঁচ পাননি তিনি।
কীভাবে ঘটে দুর্ঘটনা: দীপান্বিতা (Dipanwita Rakshit) জানান, তাঁর বাইকটি খুব দ্রুত গতিতে চলছিল। কিছু বুঝে ওঠার আগেই কোনো কিছুর ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন তিনি। দীপান্বিতা (Dipanwita Rakshit) জানান, বড় কোনো বিপদ ঘটতে পারত, তবে আঘাত গুরুতর নয়। তাঁর দু হাতে চোট লেগেছে। পড়েছে সেলাইও। রক্তাক্ত অবস্থার ছবি শেয়ার করেছেন তিনি।
আরো পড়ুন : টেকেনি বিয়ে, বলিউড অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন! শোলাঙ্কি বললেন, ‘আমি এখনো…’
নতুন সিরিয়াল আসছে দীপান্বিতার: আগামীতে একটি নতুন সিরিয়ালে অভিনয় করার কথা রয়েছে দীপান্বিতার (Dipanwita Rakshit)। যেমনটা জানা যাচ্ছে, টেন্ট সিনেমার আসন্ন সিরিয়ালের নায়িকা হকি খেলোয়াড়। ডানপিটে স্বভাবের মেয়ে অন্যায় দেখলেই রুখে দাঁড়ায়। হকি স্টিকই তাঁর হাতিয়ার। জি বাংলার এই ধারাবাহিকে অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে অয়ন ঘোষকে।
আরো পড়ুন : আগ্রহ হারিয়েছে দর্শক, TRP তলানিতে, আচমকা বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল
শুধু এই সিরিয়াল নয়। ‘মরীচিকা’ নামে একটি ওয়েব সিরিজেও দেখা যাবে দীপান্বিতাকে। এছাড়াও এই সিরিজে দেখা মিলবে জয় সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুব্রত গুহ রায়দের মতো অভিনেতা অভিনেত্রীদেরও।