শিকড়ের টানে ফের ছোটপর্দায় দিতিপ্রিয়া, রাণীমার কোপে শেষ হচ্ছে কোন সিরিয়াল?

বাংলাহান্ট ডেস্ক : এক একটি সিরিয়াল এক একজন অভিনেত্রীর কেরিয়ারের মোড় বদলে দেয়। এমনি একটি সিরিয়াল ছিল ‘করুণাময়ী রাণী রাসমণি’। এই একটি সিরিয়াল রাতারাতি জনপ্রিয়তার শিখরে তুলেছিল দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)। দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা ধারাবাহিকটি শুধুমাত্র বাংলা ছোটপর্দার ইতিহাসে জায়গা করে নেয়নি, দিতিপ্রিয়ার (Ditipriya Roy) কেরিয়ারকেও দিয়েছিল নতুন উড়ান।

সিরিয়ালে ফিরলেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)

রাণী রাসমণির পর ছোটপর্দা থেকে বিরতি নিয়ে সিনেমা এবং ওয়েব সিরিজেই মন দিয়েছিলেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। কাজ করেছেন বলিউডেও। তবে ভোলেননি টেলিভিশনকে। বেশ কয়েক বছর পর শিকড়ের টানে আবার ছোটপর্দায় ফিরলেন দিতিপ্রিয়া। প্রকাশ্যে এল তাঁর নতুন সিরিয়ালের প্রোমো।

Ditipriya roy is coming back to serial

প্রকাশ্যে এল প্রোমো: ধারাবাহিকের নাম ‘তোমাকে ভালোবেসে’। হ্যাঁ, এবার আর কোনো ইতিহাস নির্ভর সিরিয়াল নয়। এবার খাঁটি প্রেমের গল্পেই দেখা মিলবে দিতিপ্রিয়ার (Ditipriya Roy)। প্রোমোতে দেখা যায়, গ্রামের রাস্তায় সাইকেল ছুটিয়ে একটা হেলিকপ্টারের সঙ্গে রেস লড়ছেন দিতিপ্রিয়া। তখনই এক বন্ধু তাঁকে উদ্দেশ্য করে বলেন, মাটিতে থেকে কি কখনো হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দেওয়া যায়?

আরো পড়ুন : রানি মুখার্জির সঙ্গে “অবৈধ সম্পর্ক”, স্ত্রীর সঙ্গে গালিগালাজ! গোবিন্দাকে নিয়ে যা বললেন সুনীতা…

কখন দেখা যাবে নতুন সিরিয়াল: দিতিপ্রিয়া উত্তর দেন, পা মাটিতেই থাকা উচিত। তাহলে যখন খুশি ছোটা যায়, আবার দরকারে থামাও যায়। কিন্তু একজন বহুরূপী যখন প্রশ্ন করেন, ওই হেলিকপ্টারে চেপেই যদি তাঁর মনের মানুষ আসেন, তাহলে তাকে কী করে নামাবেন তিনি, তার উত্তর জোগায় না দিতিপ্রিয়ার (Ditipriya Roy) মুখে।

আরো পড়ুন : লাটে উঠত কেরিয়ার, সলমনের রোষ থেকে বাঁচতে গানের “এই” শব্দটি বদলেছিলেন মিকা

সদ্য জি বাংলায় প্রকাশ্যে এসেছে সিরিয়ালের প্রোমো। কিন্তু কে হবেন দিতিপ্রিয়ার নায়ক তা এখনো প্রকাশ করা হয়নি। তেমনি ধারাবাহিকের স্লটও এখনো জানা যায়নি। ফলত কোন সিরিয়ালের উপরে কোপ পড়বে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে অনেকেই মন্তব্য করেছেন, নিম ফুলের মধু যেন এখনি শেষ না করা হয়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর