বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Corona virus) প্রকোপ ছড়িয়ে পড়েছে সর্বত্র চীনে (Chaina)। দিনে দিনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন কর্মিরা। এরই মধ্যে ২৯ বছর বয়সী এক তরুণ ডাক্তার পেং ইয়িনহুয়ার (Peng Yinhua) মৃত্যুতে শোকের পরিবেশ সৃষ্টি হয়।
পেং ইয়িনহুয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছিলেন। নববর্ষের ছুটিতে তাঁর বিয়ে হবার কথা ছিল। কিন্তু একজন ডাক্তার হওয়ার দরুণ এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করার জন্য তিনি বিয়ের পিছিয়ে দেন। আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে এই মারণ রোগে তিনিও আক্রান্ত হয়ে যান। ২৫ শে জানুয়ারী তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ৩০ জানুয়ারি চিকিৎসার জন্য ওহান জিনিন্টন হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বাস্থ্য ব্যুরোর মতে বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয় পেং ইয়িনহুয়ার। রাষ্ট্রীয় গ্লোবাল টাইমস জানিয়েছে, ” ওহান জিনিন্টন হাসপাতালে ডাক্তার পেং ইয়িনহুয়া গত বৃহস্পতিবার রাতে COVID19-এ আক্রান্ত হয়ে মারা যান”।
সিনহুয়ার বলেন, পেং চীনা লুনার নববর্ষের ছুটিতে তার সঙ্গীকে বিয়ে করার পরিকল্পনা করেছিল। এই করোনা ভাইরাসের কারণে তারা অনুষ্ঠানটি পিছিয়ে দিতে সম্মত হয়েছিল। যাতে করে তিনি প্রাদুর্ভাবের কেন্দ্রে রোগীদের চিকিৎসা করতে সহায়তা করতে পারেন। এমনকি পেংয় তার বিবাহের আমন্ত্রণের কার্ডগুলো অথিতিদের কাছে পৌছে দেওয়ার সময়টুকুও পায়নি। সেগুলো এখনও অফিসের ড্রয়ারে রয়ে গেছে।
করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে যে ১,7০০ এরও বেশি চিকিৎসাধীন কর্মী সংক্রামিত হয়েছেন, যার বেশিরভাগই উহানে (Wuhan)। চিকিৎসাধীন কর্মীরা ফেস মাস্ক এবং প্রতিরক্ষামূলক পোশাকের ঘাটতি সম্পর্কে অভিযোগ করেছেন। কেউ কেউ আবার অস্থায়ী বডিস্যুট পড়েছেন। কিন্তু তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন।