বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই নানা ভিডিও (video) ভাইরাল (viral) হয়। কখনও নাচ, গান আবার কখনও পশুপাখীর ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে রয়েছে শালিখ, টিয়া, কুকুর এমনকি ছাগল ও গন্ডারের ভিডিওও। কোনও কোনও ভিডিও চোখে জল এনে দেয়, কোনও কোনও ভিডিও দেখে হেসে গড়িয়ে পড়ে মানুষ। আবার কোনও ভিডিও দেখে মনে আলাদা একটা ভাললাগার অনুভূতি তৈরি হয়।
সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে টিয়া (parrot) ও কুকুরের (dog) বন্ধুত্ব। অবাক হলেন? ভাবছেন পাখি ও কুকুরের বন্ধুত্ব আবার হয় নাকি! কিন্তু বন্ধুত্ব কি অত ভেবে চিন্তে করা যায়? মানুষের মধ্যে যেমন গভীর বন্ধুত্বের নিদর্শন দেখা যায়, পশুপাখিদের মধ্যেও তেমন উদাহরণ রয়েছে প্রচুর।
কুকুর ও টিয়ার বন্ধুত্বের ভিডিওটি বেশ কিছুদিন ধরেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে টিয়াকে ঠোঁট দিয়ে কুকুরকে মিষ্টি চুম্বন করতে দেখা যাচ্ছে। এই মিষ্টি ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দুটো জিনিসের জন্য কখনও তাড়াহুড়ো করতে নেই। বন্ধুত্ব ও প্রেম। সবথেকে মিষ্টি লিপ কিস।’
Two things are never to be chased…
True friendship & true love 💕Sweetest lip kiss ever.. pic.twitter.com/m4GN6RM18i
— Susanta Nanda (@susantananda3) July 10, 2020
ভিডিওটি দারুন পছন্দ হয়েছে নেটিজেনের। নানান মন্তব্য করছেন তারা ভিডিওর কমেন্ট বক্সে। অনেকেই আবার বেশ মজার মজার কমেন্টও করেছেন।
❤ how sweet are these friends
— Meghna Girish 🇮🇳 (@megirish2001) July 10, 2020
Cuteness overload 💕💕
— Swati Kumari 🇮🇳 (@swadoll24) July 10, 2020
অবশ্য এমন অসম বন্ধুত্ব নতুন নয়। এর আগে এক টিয়া ও বিড়ালের বন্ধুত্বের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, বিড়াল বন্ধুর কান পরিষ্কার করে দিচ্ছে টিয়া। আবার কখনও মুখের মধ্যে ঠোঁট ঢুকিয়ে দিচ্ছে, আদর করে কামড় বসাচ্ছে নাকে। কিন্তু বিড়াল একটু আরামপ্রিয়। তার এসবে কোনও হেলদোল নেই। বিড়াল ও টিয়ার এই মিষ্টি বন্ধুত্বের ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা এমন অবাক কাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তাদের বক্তব্য, এমনটাও যে হয় তা এই প্রথমবার দেখলেন তারা।