পার্কিং-এ দড়ি দিয়ে কুকুরের মুখ বেঁধে ধর্ষণ করল ৩০ বছরের যুবক

Published On:

একটি অত্যন্ত নিন্দাজনক ঘটনা উঠে আসছে বাণিজ্য নগরী মুম্বাই (mumbai) থেকে। সেখানে ৩০ বছর বয়সী এক যুবক পার্কিং-এ দড়ি দিয়ে কুকুরের মুখ বেঁধে ধর্ষণ (rape) করেছে বলে জানা যাচ্ছে।

জানা গেছে অভিযুক্ত শোভনাথ সরোজ (বয়স ৩০, পেশায় শ্রমিক) কুকুরটিকে পার্কিং এর পাশে একটি ছোট্ট ঘরে নিয়ে যায়। সেখানে দড়ি দিয়ে ঐ কুকুরের মুখ বেঁধে তিনি যৌন নির্যাতন করেছিলেন।

স্থানীয় মানুষজন এবং কয়েকজন নিরাপত্তারক্ষী কুকুরটির কাতর শব্দ শুনে ঐ ঘরে ছুটে আসেন। তারা দেখতে পান ঐ কুকুরটির যোনি থেকে তার রক্তক্ষরণ হচ্ছে। তারা মেঝেতে রক্তের দাগও লক্ষ্য করেন।

ওম ফাউন্ডেশন নামের একটি এনজিওর সদস্য ব্রিজ ভানিশালী বলেছিলেন, “বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে আমরা ঐ গাড়ি পার্কিং এ পৌঁছে যাই। আমাদের কাছে অভিযোগ ছিল এক ৩০ বছর বয়সী শ্রমিকের দ্বারা সাদা রঙের মহিলা কুকুরটিকে ধর্ষণ করা হয়েছে। মুলুন্ড (পশ্চিম) এর কাছাকাছি আমি ঘটনাস্থলে পৌঁছাবার আগ পর্যন্ত তাদেরকে ১০০ টি জরুরি নম্বর ডায়াল করে পুলিশকে ফোন করতে বলি। ”

 

 

সম্পর্কিত খবর

X