বাহুবলি স্টাইলে ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প! নিজেই টুইট করলেন ভাইরাল ভিডিও

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ ২৪ শে ফেব্রুয়ারী ভারত সফরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাকে স্বাগত জানাচ্ছে সেজে উঠছে গোটা ভারত (India)। আমেদাবাদের (Ahmedabad) মোতেরা স্টেডিয়ামের (Motara Stadium) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাকে আমন্ত্রণ জানান। ভারতে আসার প্রস্তুতি প্রসঙ্গে ট্রাম্পের এক ট্যুইটে দেখা যাচ্ছে বাহুবলি (Baahubali) ছবির কিছুটা দৃশ্যের ভিডিও। যেখানে প্রভাসের মুখের পরিবর্তে দেখা যাচ্ছে ট্রাম্পের ছবি।

মার্কিন প্রেসিডেন্ট তাঁর বিমান এয়ার ফোর্স ওয়ানে করে ভারতে আসবেন সোমবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর আপ্যায়নের জন্য যথাযথ ব্যবস্থা করে চলেছেন। বিশ্বের সব থেকে বড় স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে আসতে চলেছন ট্রাম্প। ভারত-আমেরিকার সম্পর্ক আরও মজবুত হওয়ার দিকে তাকিয়ে রয়েছে গোটা ভারতবাসী।

নরেন্দ্র মোদী যেমন ট্রাম্পের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তেমনই ট্রাম্পও ভারতে আসার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। সম্প্রতি তিনি একটি ভিডিও তাঁর ট্যুইটে শেয়ার করে লেখেন, ‘ভারতে থাকা আমার সব থেকে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা করার জন্য আমি অধীর অপেক্ষায় বসে আছি’। ট্রাম্পের ট্যুইট করা ভিডিও টিতে দেখা যাচ্ছে ভারতের অতি জনপ্রিয় সিনেমা বাহুবলির কিছুটা দৃশ্য। যেখানে অভিনেতা প্রভাসের মুখের বদলে ফোটোশপের মাধ্যমে বসানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টের মুখ। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজছে বাহুবলি ছবির গান।

এই ট্যুইট ভিডিও দেখার পর সকলের ধারণা তাহলে কি এবার ভারতে বাহুবলি সাজে সেজে পা রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?

সম্পর্কিত খবর

X