ঢুকেই মিলবে মাসে ৫৪ হাজার টাকা! অভিনব সুযোগ DRDO তে, জানুন বিস্তারিত ..

ভারতের (india) প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO নিয়ে এসেছে এক অভিনব সুযোগ। ভারতের যে কোনো প্রান্ত থেকে DRDO -এর হায়দরাবাদ গবেষণা কেন্দ্র ইমারত (RCI) তে গবেষনা করবার সুযোগ পাবেন ছাত্র ও গবেষকরা। ভাতা মিলবে মাসিক ৫৪ হাজার টাকা।

images 58 5

DRDO গবেষণা সহযোগী (RA) পদে চারটি শূন্যপদ ঘোষণা করেছে। আরসিআইকে ডিআরডিওর ‘এভিওনিক্স হাব’ হিসাবে বিবেচনা করা হয়। ক্ষেপণাস্ত্র এভিওনিক্স যেমন বিদ্যুৎ সরবরাহ সিস্টেম, রেডিও ফ্রিক্যোয়েন্সি সন্ধানকারী এবং আরও অনেক কিছুর নকশা, বিকাশ এবং উত্পাদন করা হয় এই ইমারত থেকেই।

যে সব প্রার্থীরা এই গবেষনার কাজে নির্বাচিত দুই বছরের জন্য অস্থায়ীভাবে বোর্ডে থাকবেন একই সাথে প্রতিমাসে ৫৪ হাজার টাকা বৃত্তি পাবেন বলে জানানো হয়েছে। আসুন জেনে নি এই গবেষনায় যোগ দিতে গেলে কি কি যোগ্যতার প্রয়োজন হবে

গবেষণা সহযোগী (01)

গবেষণার ক্ষেত্র – কোল্ড অ্যাটম জেনারেশন, কোল্ড অ্যাটম ম্যানিপুলেশন (তাত্ত্বিক / পরীক্ষামূলক)

যোগ্যতা –
কোল্ড অ্যাটম সম্পর্কিত বিষয়ে পি.এইচ.ডি

অথবা

চার বছরের গবেষণা অভিজ্ঞতা সহ পদার্থবিজ্ঞান / লেজার পদার্থবিজ্ঞান / পরমাণু পদার্থবিজ্ঞানে এম.এস.সি প্রথম শ্রেনী

বা

কমপক্ষে তিন বছরের গবেষণার অভিজ্ঞতা সহ পদার্থবিজ্ঞান / লেজার পদার্থবিজ্ঞান / পরমাণু পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণির এমটেক স্নাতক।

গবেষণা সহযোগী (02)

গবেষণার ক্ষেত্র – লেজার ফিজিক্স

যোগ্যতা – লেজার পদার্থবিজ্ঞান বা ফলিত পদার্থবিজ্ঞানে পিএইচডি

অথবা

কমপক্ষে চার বছরের গবেষণার অভিজ্ঞতা সহ পদার্থবিজ্ঞান / লেজার পদার্থবিজ্ঞান / ফলিত পদার্থবিদ্যায় প্রথম শ্রেণির এম.এস.সি

অথবা

ফলিত অপটিক্স / ইলেক্ট্রনিক্স / ফলিত পদার্থবিজ্ঞান / লেজার পদার্থবিজ্ঞানে তিন বছরের গবেষণার অভিজ্ঞতা ও এম. টেক এ প্রথম শ্রেনি

গবেষণা সহযোগী (03)

গবেষণার ক্ষেত্র – ডিপ লার্নিং / মেশিন লার্নিং / কৃত্রিম বুদ্ধিমত্তা / কম্পিউটার ভিশন

যোগ্যতা –
কম্পিউটার সায়েন্স / ডেটা সায়েন্স / ডিপ লার্নিং / মেশিন লার্নিংয়ে পি.এইচ.ডি
বা
ডিপ লার্নিং / আর্টিফিশিয়াল লার্নিং / মেশিন লার্নিং / কম্পিউটার ভিশনে চার বছরের গবেষণার অভিজ্ঞতার সাথে কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস এম.এ

অথবা

ডিপ লার্নিং / মেশিন লার্নিং / আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স / কম্পিউটার ভিশনে তিন বছরের গবেষণার অভিজ্ঞতা ও কম্পিউটার সায়েন্স এম.টেক প্রথম শ্রেনি

গবেষণা সহযোগী (04)

গবেষণার ক্ষেত্র – মাইক্রো-ইলেক্ট্রো-মেকানিকাল সিস্টেমস (এমইএমএস) মাইক্রোফ্রেবিকেশন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডিভাইস তৈরি

যোগ্যতা –
পিএইচডিতে এমইএমএস ডিভাইস / সেমিকন্ডাক্টর ডিভাইসগুলির নকশা, বানোয়াট, পরীক্ষা এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে গবেষণামূলক কাজ করেছেন ফলিত পদার্থবিজ্ঞান / বৈদ্যুতিন প্রকৌশল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / ন্যানো টেকনোলজিতে।

অথবা

ডিজিটাল, বানোয়াট, পরীক্ষার ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের গবেষণার অভিজ্ঞতার সাথে প্রথম শ্রেণির এম.টেক। সল্ট-স্টেট প্রযুক্তি / অপটিক্স / সলিড-স্টেট উপকরণ / ধাতু এবং পদার্থ ইঞ্জিনিয়ার / ন্যানোপ্রযুক্তি / মেকানিকাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

সম্পর্কিত খবর