নিউটনের জমি ‘বেআইনিভাবে দখল’! বিস্ফোরক অভিযোগ তুলে আদালতের পথে বাম শিবির

Published on:

Published on:

Durga Angan Project Faces CPM Court Move
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নিউটাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হতে চলেছে বিশ্বের বৃহত্তম দুর্গা মন্দির ‘দুর্গাঙ্গন’ (Durga Angan)। এই বিশাল প্রকল্পকে ঘিরে যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই তার বিরোধিতায় আইনি পথে হাঁটার ঘোষণা করল সিপিএম। জমি দখল বেআইনি বলে অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাম শিবির।

দুর্গা অঙ্গন (Durga Angan) নিয়ে শুধু রাজনৈতিক বিতর্ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিউটাউনের বুকে গড়ে উঠতে চলেছে বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন (Durga Angan)। ঝাঁ-চকচকে পরিকল্পিত শহর নিউটাউনের প্রাণকেন্দ্রে আগামী দু’বছরের মধ্যেই মাথা তুলে দাঁড়াবে ওই দুর্গা মন্দির। তবে এই প্রকল্প ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। দুর্গা অঙ্গন নির্মাণ ঠেকাতে এবার আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম। দলের প্রাক্তন আবাসনমন্ত্রী তথা সিপিএম নেতা গৌতম দেবের অভিযোগ, নিউটাউনের যে জমিতে দুর্গা অঙ্গন তৈরি হচ্ছে, সেই জমি ‘বেআইনি’ভাবে দখল করা হয়েছে।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই নিউটাউনের অ্যাকশন এরিয়া-১ এ নিউটাউন বাস স্ট্যান্ডের উল্টো দিকে প্রস্তাবিত বিশাল জমিতে ইউনেস্কো স্বীকৃত স্থাপত্য ‘দুর্গা অঙ্গন’ (Durga Angan) নির্মাণ প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সুপ্রাচীন দুর্গাপুজোকে ইউনেস্কো ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই আন্তর্জাতিক সম্মানকে সংরক্ষিত রাখতেই এত বড় দুর্গা অঙ্গন গড়ে তোলার উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী।

কিন্তু মুখ্যমন্ত্রীর এই বড় উদ্যোগের বিরোধিতায় সরব হয়েছে সিপিএম। বুধবার বিকেলে নিউটাউনের বিএফ ব্লকে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে গৌতম দেব বলেন, নিউটাউন একটি পরিকল্পিত শহর, যার দায়িত্বে রয়েছে হিডকো। হিডকোর নিয়মে কোথাও উল্লেখ নেই যে নিউটাউনে সরকারিভাবে মন্দির বা মসজিদ তৈরি করা যাবে। তাঁর দাবি, এই নীতি অনুযায়ী শহরের বাসিন্দাদের জন্য স্কুল, কলেজ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলাই সরকারের কাজ।

গৌতম দেবের অভিযোগ, সেই নিয়মকে উপেক্ষা করেই ১৭ একরের বেশি জমিজুড়ে দুর্গা অঙ্গন তৈরি করা হচ্ছে, যা নীতির সম্পূর্ণ বিরোধী। তিনি আরও দাবি করেন, ওই প্রস্তাবিত জমিতে একসময় ডালহৌসির অফিস পাড়া গড়ে তোলার পরিকল্পনা ছিল। বর্তমানে প্রায় ১৫০ কোটি টাকার জমিতে সরকার ‘দুর্গা প্রীতি’ তৈরি করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

Durga Angan Project Faces CPM Court Move

আরও পড়ুনঃ SIR নিয়ে নতুন বিতর্ক, কেন শুধুই বাংলায় বিশেষ ব্যবস্থা? প্রশ্ন অভিষেকের, উত্তরে কমিশন জানাল…

সিপিএম নেতার স্পষ্ট বক্তব্য, নিউটাউনে যদি মন্দির বা মসজিদ তৈরি করতেই হয়, তাহলে তা বাগজোলা খালপাড়ের জমিতে করা হোক। নিউটাউনের পরিকল্পিত জায়গা নষ্ট করে এই নির্মাণের (Durga Angan) বিরুদ্ধে সিপিএমের লড়াই চলবে এবং প্রয়োজনে আদালতেও তারা যাবে বলে জানিয়ে দিয়েছেন গৌতম দেব।