প্রতি গ্রাম মাত্র এত টাকা! বিয়ের মরশুমে সোনা-রুপোর দামে ব্যাপক পতন, রইল আজকের রেট

বাংলা হান্ট ডেস্ক: বিয়ের মরশুমে যাঁরা সোনা এবং রুপো কিনছেন তাঁদের জন্য একটি দুর্দান্ত সুখবর সামনে এসেছে। মূলত, সোমবার সোনা ও রুপোর দামে (Gold-Silver Price) বড় পতন পরিলক্ষিত হয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোমবার ২৪ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে ৫১৭ টাকার পতন ঘটেছে। পাশাপাশি, প্রতি কেজি রুপোর দাম ১,৩১৯ টাকা হ্রাস পেয়েছে।

IBJA (India Bullion and Jewellers Association Ltd.)-র নতুন হার অনুসারে, সোমবার ২৪ ক্যারেট সোনার দর ৫১৭ টাকা কমে গিয়ে প্রতি ১০ গ্রামে ৬২,৬২৫ টাকায় খোলে। যেখানে রুপোর দাম প্রতি কেজিতে ৭০,৫৪৫ টাকায় নেমে এসেছে। উল্লেখ্য যে, বর্তমানে সোনার দাম গত ৪ ডিসেম্বর, ২০২৩-এ তার সর্বকালের সর্বোচ্চ দাম ৬৩,৮০৫ টাকা থেকে ১,১৮০ টাকা কম রয়েছে।

During the wedding season, the prices of gold and silver fall drastically

১৪ থেকে ২৩ ক্যারেট সোনার দাম কত: আজ অর্থাৎ সোমবার, বুলিয়ন বাজারে ২৩ ক্যারেট সোনার গড় দাম ৫১৫ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৬২,৩৭৪ টাকা হয়েছে। যেখানে, ২২ ক্যারেট সোনা এখন প্রতি ১০ গ্রামে ২০৩ টাকা কমে গিয়ে ৫৮,৬৩৫ টাকায় নেমে এসেছে। পাশাপাশি, ১৮ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ৩৯৭ টাকা কমে ৪৭,৩৬৬ টাকায় দাঁড়িয়েছে। এদিকে, ১৪ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ৩০২ টাকা কমে ৩৬,৯৩৮ টাকায় নেমে এসেছে।

আরও পড়ুন: Ola, Uber অতীত! ভারতে চালু হল জার্মানির বাস পরিষেবা, শুরু এই ৪৬ টি শহর থেকে

GST এবং জুয়েলারি মেকিং চার্জ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সোনা এবং রুপোর এই হারগুলি ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) দ্বারা জারি করা হয়েছে। IBJA-র হার অনুসারে, দিল্লি, মুম্বাই, গোরখপুর, লক্ষ্ণৌ, জয়পুর, ইন্দোর পাটনা, আহমেদাবাদ, বারাণসী, গোরক্ষপুর, রাঁচি, কলকাতা সহ সমস্ত শহরে সোনা ও রুপোর গড় দাম কমেছে।

আরও পড়ুন: বড় ওলটপালট! ইংল্যান্ডকে হারিয়ে WTC পয়েন্ট টেবিলে ঝড় তুলে দিল ভারত

এদিকে, IBJA দ্বারা প্রকাশিত আজকের হারে ৩ শতাংশ GST এবং জুয়েলারি মেকিং চার্জ অন্তর্ভুক্ত নেই। এমতাবস্থায়, এই নির্দিষ্ট দামের তুলনায় আপনার শহরে সোনা এবং রুপোর দাম ১,০০০ থেকে ২,০০০ টাকা বেশি হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর