বাংলাহান্ট ডেস্ক : ফের একবার সমকামী বিয়ের (Marriage) সাক্ষী হতে চলেছে ভারত। কিছুদিন আগেই ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় এবং তাঁর সঙ্গী চৈতন্য শর্মা সমকামী বিবাহ সূত্রে আবদ্ধ হন। আইনত এই বিবাহ স্বীকৃতি না পেলেও সাধারণ মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে এই “ইউনিক জোরির লাভ স্টোরি”। এবার নিজের সম্পর্ক নিয়ে অকপট অ্যাথলিট দ্যুতি চন্দ (Dutee Chand)। কোনরকম রাকঢাক না রেখে তিনি স্বীকার করলেন যে তিনি সমকামী। ২০২৪ এর অলিম্পিকসের পর হয়তো বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দ্যুতিকে বলতে শোনা যায়, “আমার সম্পর্ককে আমি স্বীকৃতি দিতে চাই। খেলার জন্য বেশিরভাগ সময়ই বাড়ি থেকে দূরে থাকি। আমার বান্ধবীকে আমি জানিয়েছি ২০২৪ এর অলিম্পিকের পর হয়তো আমরা নতুন জীবন শুরু করব। ও এখনও খুব ছোট। ওর বয়স মাত্র ২২, আর আমি ২৬। আগামী দু-তিন বছর খেলায় মনোনিবেশ করতে চাই। তারপর দেখা যাক কি হয়!”
ভারতে এখনো সমকামী বিবাহ আইন স্বীকৃত নয়। তাহলে বিবাহের পর কি তারা বিদেশে থাকার পরিকল্পনা করছেন? এর উত্তরে দ্যুতি জানিয়েছেন, “এখনো এই বিষয়ে কোন সিদ্ধান্ত নিইনি। প্যারিস অলিম্পিক্স এর পর ভাবনা চিন্তা করব। তাছাড়া আমার সঙ্গী কি চায় সেটাও তো ভেবে দেখার দরকার আছে।” ভারতে সমকামী বিবাহ এখনো পর্যন্ত আইন স্বীকৃত নয়। আইনি জটিলতা যদি সৃষ্টি হয়? এই বিষয়ে প্রশ্ন করা হলে দ্যুতির উত্তর, “এই বিষয়টি নিয়ে আমি আইনজীবীদের সাথে কথা বলেছিলাম। আমরা কোর্ট ম্যারেজ করতে পারব না। কিন্তু দুই পরিবারের সম্মতিতে এই বিবাহ করাই যায়।”
প্রসঙ্গত কিছুদিন আগেই দুই সমকামী যুবক বিবাহ সূত্রে আবদ্ধ হন কলকাতায়। হিন্দু রীতি অনুযায়ী রীতিমতো মালাবদল করে বিবাহ বাসর সম্পন্ন হয় তাদের। এর আগে বেঙ্গালুরুতেও তারা ধুমধাম করে বিয়ের সেরেছিলেন।