বিদ্যুতের বিল নিয়ে দুঃশ্চিন্তা ছাড়ুন! এই নিয়ম জানলে বাড়তি খরচ থেকে মুক্তি পাবেন সহজেই

বাংলা হান্ট ডেস্ক: ইদানিং এই মূল্যবৃদ্ধির বাজারে এক লাফে অনেকটাই দাম বেড়ে গিয়েছে সমস্ত জিনিসপত্রের। এরই মধ্যে ‘গোদের উপর বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক মাসের ইলেকট্রিক বিল (Electricity Bill)। ঊর্ধ্বমুখী এই বিদ্যুতের বিল নিয়ে উদ্বেগের শেষ নেই আম জনতার। মাসে মাসে এই বিদ্যুতের বিলের (Electricity Bill) টাকা জোগাড় করতে গিয়েই কার্যত নাভিশ্বাস  ওঠার জোগাড় হচ্ছে সাধারণ মানুষের।

বিদ্যুতের বিল (Electricity Bill) নিয়ে বাড়তি খরচ কমানোর উপায়

কিন্তু প্রশ্ন হল ঠিক কি কারণে বিদ্যুতের বিল বেশি আসছে? বিদ্যুতের বিল কমানোর উপায় গুলিই বা কি কি? আজকের প্রতিবেদনে এই সমস্ত বিষয়েই আলোচনা করা হলো।কেউ যদি হঠাৎ করেই দেখেন বিদ্যুতের বিল একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে তাহলে প্রথমেই মিটারের ইউনিট দেখতে হবে।

   

সেখান থেকে দেখতে হবে আগের বিল থেকে এবারের বিল পর্যন্ত মোট কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে। এছাড়া বিলে যত ইউনিট বিদ্যুৎ খরচের কথা লেখা আছে তার সাথে মিটারে কত ইউনিট বিদ্যুৎ উঠেছে তা মিলিয়ে দেখতে হবে। এরপর যদি দেখা যায় বিলের মোট ইউনিটের সংখ্যার চেয়ে মিটারে লেখা মোট ইউনিট কম থাকে তাহলে বুঝতে হবে বিল ঠিকই আছে।

আরও পড়ুন: LPG, CNG অতীত! এবার সস্তায় গ্যাস দেবে পশ্চিমবঙ্গ সরকার! খরচ কমাতে দুর্দান্ত উদ্যোগ রাজ্যের!

তবে, বিলে দেখানো মোট ইউনিট যদি মিটারের ইউনিটের চেয়ে বেশি হয় তাহলে বুঝতে হবে যাঁরা বিল বানিয়েছেন তাঁরা এটা ভুলবশত করেছেন।তাই দরকার হলে বিলের কপি নিয়ে স্থানীয় বিদ্যুৎ দফতরে গিয়েও যোগাযোগ করা যেতে পারে।

Bill

বিদ্যুৎ দফতর যদি বিলের ইউনিট পরীক্ষা করে দেখে বিলের অঙ্কে ভুল রয়েছে তাহলে সেক্ষেত্রে সেই টাকা পরবর্তী বিলের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে। অর্থাৎ যে টাকা বেশি দেওয়া হয়েছে সেটা পরের মাসের বিলে কম দিতে হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর