বাংলাদেশে লজ্জাজনক ঘটনা ঘটলো এমি মার্টিনেজকে কেন্দ্র করে! স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কলকাতা (Kolkata) সফরে আসার আগে আর্জেন্টিনার (Argentina) বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ (Emi Martinez) বাংলাদেশে (Bangladesh) গিয়েছিলেন। কিন্তু সেই সফরে কোনওরকমের জমকালো সংবর্ধনা, অনুষ্ঠান, কোনও প্রকল্পের উদ্বোধন জাতীয় কিছুই ছিল না। মাত্র কয়েক ঘণ্টার ঝটিকা সফরে সেরে ভারতে চলে আসেন সমর্থকদের প্রিয় দিবু। এর পেছনে আসল কারণও হলো যে এমিকে সরাসরি বাংলাদেশের কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আনেনি। তিনি মূলত ভারত সফরে এসেছিলেন এবং তারই আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ফুটবলপ্রেমীদের আবেগকে সম্মান দিতে কিছুটা সময় বাংলাদেশে এসে করার সিদ্ধান্ত নেন তিনি।

ভোর ৫ টায় সেখানে পৌঁছে বিশ্ৰাম নিয়ে সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। দেখা হয় প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাশরাফি মোর্তাজার সাথেও। তবে এই সময় তাকে কেন্দ্র করে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল সাফ কাপের সেমিফাইনালে হেরে আজই বাংলাদেশ ফেরত গিয়েছে। তাদের জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও এমি মার্টিনেজের সঙ্গে দেখা করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত হলেও মেসির দেশের এই সুপারস্টারের গুণমুগ্ধ তিনি। তবে শেষপর্যন্ত তাদের সাক্ষাৎ হয়নি।

এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে করছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। জামাল ভূঁইয়ারা আজ যখন বিমানবন্দরে নেমেছেন, ঠিক তখনই এমি মার্টিনেজ বাংলাদেশ সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিলেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তারকা গোলকিপারের সঙ্গে দেখা করার জন্য, একটা ছবি তোলার জন্য বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন।

এরপর বিমানবন্দরে এমি মার্টিনেজকে নিয়ে যাওয়া গাড়ির কাছেই গিয়ে অপেক্ষা করছিলেন জামাল। কিন্তু এই ঝটিকা সফরের দায়িত্বে থাকা আয়োজকেরা তাকে আর্জেন্টাইন গোলরক্ষকের ধারে কাছেই ঘেঁষতে দেয়নি। জাতীয় ফুটবল দলের অধিনায়কের সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারছেন না তাদের দেশের অনেকেই।

এরপর আজ কলকাতায় পৌঁছে গিয়েছেন এমি। আজ অত্যন্ত ক্লান্ত থাকা আর্জেন্টাইন গোলরক্ষক বেশিরভাগ সময় বিশ্রামেই কাটাবেন। তার জন্য যে মেনু নির্ধারিত হয়েছে সেটা দেখলে চোখ কপালে উঠবে অনেকের। আম পোড়া শরবত থেকে আলু পোস্ত, বাসন্তী পোলাও থেকে আমের চাটনি, পটলের দোরমা থেকে থেকে মিষ্টি পান, সবমিলিয়ে কলকাতা প্রস্তুত হয়ে রয়েছে এমিকে স্বাগত জানাতে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর