বাংলাহান্ট ডেস্ক : পিএফ বা প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অত্যন্ত পরিচিত একটি প্রকল্প। সরকার সমর্থিত এই প্রকল্প চাকরিজীবীদের একটি সঞ্চয় ও অবসরকালীন ফান্ড। এই ফান্ড তৈরি হয়ে থাকে সংস্থার কর্ণধার দ্বারা। তারপর এটি কর্মচারীদের অবসরকালীন সুবিধা প্রদান করে। বর্তমানে প্রভিডেন্ট ফান্ডের সীমা ১৫ হাজার টাকা।
মহার্ঘ ভাতার পর EPFO-র (Employees Provident Fund Organisation) সুদ বৃদ্ধির সিদ্ধান্ত
তবে এই আবহে কর্মচারীদের বেতনের সীমা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO (Employees Provident Fund Organisation)। এই খবর সামনে আসার পর স্বাভাবিকভাবেই কর্মচারীদের মনে আনন্দের জোয়ার এসেছে। গত এক দশক ধরে ১৫ হাজার টাকা সীমা ছিল এই ফান্ডে।
আরোও পড়ুন : বিয়ের পিঁড়িতে জি বাংলার জনপ্রিয় নায়িকা! দিনক্ষণ ফাঁস হতেই শুভেচ্ছার ঢল নেটপাড়ায়
তবে এবার সরকার বাড়াতে চলেছে তহবিলের সীমা। সূত্র মারফত জানা গেছে, ভবিষ্যতে তহবিলের সীমা বৃদ্ধির ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ধারণা করা হচ্ছে এই সীমা বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করা হতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটি প্রস্তাব নাকি তৈরি করে ফেলেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।
আরোও পড়ুন : মাথায় রাখুন এই ৫ অভ্যাস! কাটবে দারিদ্রতা, চূড়ান্ত সফল হবেন আপনিও! বলছেন স্বয়ং চাণক্য
১ সেপ্টেম্বর, ২০১৪-এ শেষবারের মতো কেন্দ্রীয় সরকার ভবিষ্যৎ তহবিলের সর্বোচ্চ সীমা সংশোধন করেছিল। ২০১৪ সালে ৬৫০০ টাকা থেকে সর্বোচ্চ সীমা বৃদ্ধি করে ১৫ হাজার টাকা করা হয়েছিল। পাশাপাশি খবর, প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বৃদ্ধি করে ৮.২৫ শতাংশ করা হবে। এছাড়াও বিশেষজ্ঞদের ধারণা এই সংক্রান্ত ঘোষণা হতে পারে আগামী পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে।
EPFO-র (Employees Provident Fund Organisation) সুদের হার বৃদ্ধি পেতে চলেছে ০.১০ শতাংশ। আগে এই সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। সেটি বৃদ্ধি করে করা হয়েছে ৮.২৫ শতাংশ। EPFO (Employees Provident Fund Organisation) সংস্থা সকল কর্মচারীদের উদ্দেশ্যে এই ব্যাপারে একটি ঘোষণা করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে জানানো হয়েছে নতুন সুদের হার প্রযোজ্য হবে ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য।