নেতা নয়, এবার রাজ্যের এই ধনকুবেরকে তলব ED-র! কোন মামলায়? ভোটের মুখে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের প্রাক্কালে ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)! রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্তভার রয়েছে এই কেন্দ্রীয় এজেন্সির হাতে। গরু পাচার, কয়লা পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, এই সকল মামলার তদন্ত করছে ইডি। এসবের মাঝেই সামনে এল বড় খবর। ভোটের আগে রাজ্যের প্রখ্যাত শিল্পপতি হর্ষ নেওটিয়াকে (Harsh Neotia) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শিল্প জগতে অতি পরিচিত নাম হর্ষবর্ধন নেওটিয়া। অম্বুজা নেওটিয়া (Ambuja Neotia) গ্রুপের কর্ণধারের কলকাতায় জন্ম। এখানেই পড়াশোনা করেছেন এবং বেড়ে উঠেছেন তিনি। রাজ্যের বুকে একাধিক শিল্প গড়ে উঠেছে তাঁর সংস্থার হাত ধরে। মূলত নির্মাণ কাজের সঙ্গে জড়িত হর্ষ নেওটিয়ার সংস্থা। এবার সেই শিল্পপতিকেই ইডি (ED) দফতরে ডেকে পাঠানো হল।

মঙ্গলবার সকালে ইডি দফতরের সামনে এসে দাঁড়ায় হর্ষের গাড়ি। গাড়ি থেকে নেমে তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকে যান। সেই সময় সাংবাদিকরা বেশ কিছু প্রশ্ন করেন এই ধনকুবেরকে। তাঁকে ডেকে পাঠানো হয়েছে কিনা জিজ্ঞেস করায় মাথা নেড়ে ‘হ্যাঁ’ বলেন শিল্পপতি। এরপর সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আরও বেশ কিছু প্রশ্ন করেন তাঁকে। তবে হর্ষ তেমন কোনও উত্তর দেননি।

আরও পড়ুনঃ আসল দোষীদের শাস্তি হোক! ষড়যন্ত্রের পেছনে হাত কাদের? বিরাট মন্তব্য কলকাতা হাইকোর্টের

কেন তলব হল? এই প্রশ্ন করায় অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্ণধার বলেন, ‘বলব, এসে বলব’। কোন মামলায় তাঁকে ডেকে পাঠানো হয়েছে? এই প্রশ্নের উত্তরেও একই জবাব দেন শিল্পপতি। এদিকে নির্বাচনের প্রাক্কালে হর্ষকে কেন ডেকে পাঠানো হয়েছে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা।

enforcement directorate ed harsh neotia

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে বিজেপি-কেন্দ্রীয় এজেন্সি ‘আঁতাত’ নিয়ে একাধিকবার সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার যেমন বাঁকুড়ার সভা থেকে এই নিয়ে ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার এক পকেটে এনআইএ, আরেক পকেটে সিবিআই। একটা পকেটে ইডি, আর একটা পকেটে ইনকাম ট্যাক্স’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর