পরনে বোরখা! ED অফিস থেকে বেরিয়েই দে দৌড়… কে এই মহিলা? পরিচয় সামনে আসতেই শোরগোল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান (Seikh Shahjahan) বর্তমানে ইডি (Enforcement Directorates) হেফাজতে। এদিকে শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে ফের হাজির হয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর, দুপুরের দিকে হাজিরা দিতে গিয়েছিলেন শেখ শাহজাহানের স্ত্রী। দীর্ঘক্ষণ জেরা শেষ সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ সিজিও থেকে বেরোন তিনি।

এদিকে ইডির দফতর থেকে বেরোতেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তসলিমা বিবি। আর সেই পরিস্থিতি এড়িয়ে যেতে রীতিমতো এক দৌড়ে বেড়িয়ে যান শাহজাহানের স্ত্রী। সংবাদমাধ্যম তরফে হাজারো প্রশ্ন করা হলেও কোনো প্রশ্নেই মুখ খোলেন নি তসলিমা বিবি। প্রসঙ্গত, এর আগে গত ৮ এপ্রিল ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তলসিমা।

ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই শাহজাহানের বিপুল সম্পত্তির হদিস মিলেছে। শেখ শাহজাহানের বেআইনি কারবার সংক্রান্ত আর্থিক লেনদেন সম্পর্কিত বিষয়ে তথ্য পেতেই তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি সূত্রের দাবি, তসলিমা বিবির কিছু সম্পত্তির খোঁজ মিলেছে। সে বিষয়েও তথ্য সংগ্রহের চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি।

ইতিমধ্যেই শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করেছে ইডি। একই সাথে মৎস ব্যবসায়ী শাহজাহানের মাছ ব্যবসা সংক্রান্ত সংস্থা ‘মেজার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই ওনলি’-র একটি অ্যাকাউন্টও ফ্রিজ় করা হয়েছে। ইডি সূত্রে খবর, শাহজাহান শেখের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে। যার মাধ্যমে ১৩৭ কোটি টাকার লেনদেনের তথ্য কেন্দ্রীয় এজেন্সির হাতে এসেছে।

ed shahjahan

আরও পড়ুন: এই দিন কপাল খুলছে সরকারি কর্মীদের! এবার DA নিয়ে সরকারি কর্মীদের খুশি করলেন মমতা

আগেই ইডি দাবি করেছিল, নিজের মাছের ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করতেন শাহজাহান। সম্প্রতি আদালতে ইডি জানায়, সন্দেশখালিতে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিল শাহাজাহানই। কীভাবে মাছের ভেড়ির আড়ালে কালো টাকা সাদা করা হত, সে বিষয়েও বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X