সেনেগালকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে কড়া বার্তা দিয়ে রাখলো ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অভিজ্ঞ ফুটবলের বেঞ্চে রেখে একদম তরুণ ফুটবলারদের মাঠে নামানোর জন্য যথেষ্ট সমালোচিত হয়েছিলেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। কিন্তু গতকাল রাতেতার এই মূলত তারুণ্য নির্ভরশীল দল যখনসেনেগাল কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করলো তখন অনেক সমালোচকদেরই চুপ করাতে পেরেছেন তিনি।

জুড বেলিংহ্যাম, বু্কায়ো সাকাদের দাপটে কাল ৩-০ ফলে আফ্রিকার দলটিকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। দুর্দান্ত ফুটবল খেলেন ফিল ফডেন, হ্যারি কেনরা। স্টার্লিং না থাকায় তার জায়গায় সুযোগ পাওয়া অভিজ্ঞ হেন্ডারসনও গোল পেয়েছেন। বাকি দুটি গোল কেন ও সাকা-র। বেলিংহ‍্যাম এবং ফডেন যথাক্রমে একটি ও দুটি গোলে সহায়তা করেছেন।

সেনেগাল যে সুযোগ পায়নি এমনটা নয়। কিন্তু ইংল্যান্ডের তুলনায় তারা যে অনেক দুর্বল এবং পিছিয়ে থাকা দল সেটা কালকে স্পষ্ট বোঝা গেছে। ইংল্যান্ডের স্কোয়াডে প্রতিভা, তারুণ্য, অভিজ্ঞতা কোনওটারই অভাব নেই। এই বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর অন্যতম যোগ্য দাবিদার তারা।

বিশ্বকাপ শুরুর আগেও এতটা ভালো ফর্মে ছিল না ইংল্যান্ড। বরং বেশ কিছু ম্যাচে জয় না পেয়ে বিশ্বকাপে পা রেখেছে তারা। কিন্তু বিশ্বকাপে প্রথম ম্যাচেই ইরানকে উড়িয়ে দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন তারা। তারপর নক আউটে আফ্রিকান নেশনস কাপ বিজয়ীদের উড়িয়ে দিয়ে ফের একবার নিজেদের যোগ্যতার প্রমাণ তারা।

তবে চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তাদের সামনে অপেক্ষা করছে কোয়াটার ফাইনালে। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে এবং তারাও পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে পৌঁছেছে কোয়ার্টারে। সেই ম্যাচে ভুল ভ্রান্তির কোন জায়গা নেই কারণ ফ্রান্সের গোটা দলটাই দুর্দান্ত। তারা শুধুমাত্র এমবাপ্পে নির্ভর নন। কোয়ার্টার ফাইনালে দুই দলের মধ্যে এক দুর্দান্ত লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর