বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেটের পাশাপাশি এবার নতুন পথে হাঁটছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এবার রাজ্যে একটি ইস্পাত কারখানা তৈরি করবেন বলে অঙ্গীকার করেছেন। স্পেনের রাজধানী মন্ত্রীদের শিল্প সম্মেলন থেকে এই ঘোষণা করেছেন প্রিন্স অফ কলকাতা।
কিন্তু কোথায় হবে এই কারখানাটি? সেই প্রশ্নেরও জবাব দিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের এই নতুন উদ্যোগের জন্য মেদিনীপুরকে বেছে নিয়েছেন সৌরভ। তার এই উদ্যোগটি সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকার যে তাকে সব রকম সহায়তা করবে সেই বিষয়টা সম্পর্কে সৌরভ জানিয়েছেন যে তিনি সম্পূর্ণ নিশ্চিন্তেই রয়েছেন।
সৌরভ খেলাধুলার জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে নিজের নাম উজ্জ্বল করেছেন। কিন্তু তিনি আদতে একজন ব্যবসায়ী পরিবারের সন্তান। এটা সৌরভের প্রথম কারখানা নয়। দুর্গাপুর এবং পাটনাতেও তার দুটি ইস্পাত কারখানা রয়েছে বলে তিনি জানিয়েছেন। সেই জায়গা থেকেই তার এই উদ্যোগ বলে অনেকে মনে করছেন। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি পাওয়া বিষয়টিকে আরও সহজ করেছে তার জন্য।
আরও পড়ুন: কলকাতায় মেসি! মমতার স্পেন সফরকালেই বিষয়টি নিশ্চিত করলেন কুণাল ঘোষ
হেদিন স্পেনের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের জন্য আহ্বানও জানিয়েছেন মহারাজ। তিনি বলেছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজ্য সরকারের দায়িত্বে যে দল রয়েছে তারা সবসময় সবরকমভাবে শিল্পমহলকে সাহায্য করে। বিদেশী বিনিয়োগকারীদের তিনি নিশ্চিন্তে বাংলায় বিনিয়োগ করার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে খারাপ খবর পেলো BCCI! চোটের কারণে ৩ মাসের জন্য মাঠের বাইরে তারকা ওপেনার
ফুটবলের কথা বলেও তিনি বিনিয়োগকারীদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। তিনি তাদের জানিয়েছেন যে বাংলাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। স্পেনের ফুটবল তারকারা সাফল্যের সাথে বাংলার বিভিন্ন ক্লাবে যেভাবে খেলে গিয়েছেন ঠিক তেমনভাবেই স্পেনের বিনিয়োগকারীদের বাংলায় বিনিয়োগ করতে বলেছেন মহারাজ।