রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিংয়ের জীবনাবসান, শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ করোনার এই মহামারী কাল পরপর কেড়ে নিয়েছে অনেক মানুষকে। অভিনেতা, রাজনীতিবিদ, খেলোয়াড় থেকে শুরু করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন বিশিষ্টজনের অনেকেই। এবার এই তালিকায় অন্তর্ভুক্ত হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিংয়ের (Rachpal Singh ) নাম। ১৯৭৪ সালের আইপিএস ব্যাচের ক্যাডার ছিলেন রচপাল। চাকরি জীবনে অবসরের পরেই যোগদান করেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলনের দিনগুলিতে সর্বদা তৎকালীন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির পাশেই ছিলেন তিনি।

২০১১ সালে হুগলির তারকেশ্বর থেকে জিতে বিধায়ক হন তিনি। এর পরেই তাকে পর্যটন এবং পরিকল্পনা মন্ত্রকের দায়িত্বভার অর্পণ করেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। বাম আমলে পুলিশের অন্দরে দুর্নীতি নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন রচপাল। যার জেরে তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি। ২০১৬ সালেও তারকেশ্বর বিধানসভা থেকে ফের একবার জিতে মন্ত্রী হয়েছিলেন রচপাল। যদিও একুশের ভোটে তিনি আর দাঁড়াতে চাননি।

   

অবশেষে বৃহস্পতিবার ভোরে কলকাতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকগ্রস্ত রাজনৈতিক মহল। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এদিন শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট রাজনীতিবিদ রচপাল সিংয়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। এই অঞ্চলের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে।”

মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে এক বিরাট শূন্যতা সৃষ্টি হল। সাথে সাথেই তার পরিবার পরিজনকে নিজের আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর