বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) সাম্প্রতিক অতীতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। সিরিজে প্রত্যাবর্তনের আশা দেখালেও শেষ পর্যন্ত দীর্ঘ ১৭ বছর পরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোন দ্বিপাক্ষিক সিরিজ হারের লজ্জা বহন করতে হচ্ছে ভারতকে। ভারতীয় দল তুলনামূলক অনভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে ভর্তি হলেও মনে রাখতে হবে যে এই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি।
এই হারের জন্য অনেকেই বর্তমানে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে দায়ী করছেন। দীর্ঘদিন ধরে তিনি এমন ধারণা পোষণ করে আসছিলেন যে ভারত এই মুহূর্তে একাধিক দল একাধিক টুর্নামেন্টে নামাতে পারে এবং তার সেই দলগুলি ওই প্রত্যেকটি টুর্নামেন্ট জেতার ক্ষমতা রাখে। তার এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই ভারতীয় দলের আজ এই অবস্থা বলে মনে করছেন অনেকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর তিনি অধিনায়ক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে কখনো কখনো হেরে যাওয়া ভালো। তারপর তিনি বলেছিলেন যে তরুণ দলকে নিয়ে একটা নতুন যাত্রা আরম্ভ হয়েছে এবং শুরুতে কিছু ভুল ত্রুটি হবে। যে প্রক্রিয়া ভারতীয় দল শুরু করেছে তার ওপর সমর্থকদের আস্থা রাখতে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু তার কথা পছন্দ হয়নি অনেকেরই।
আরও পড়ুন: ৩ বছর আগে আজকের দিনেই দেশের জার্সিকে বিদায় দিয়েছিলেন! ভারতীয় দলে ধোনির অভাব কি মিটেছে?
এবার হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় মিডিয়াম পেসার ভেঙ্কাটেশ প্রসাদ। এক সময় ভারতীয় জার্সিতে দাপিয়ে ক্রিকেট খেলা এই বলার মনে করছেন যে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে ভারতীয় দলের কোনও লাভ হচ্ছে না। উল্টে ভারতীয় দলের ক্ষতি হয়ে যাবার বড় সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দেশের হয়ে আর রান করতে চাইছেন না কোহলি! BCCI-এর মাথাব্যথা বাড়লো বিস্ফোরক মন্তব্যে
সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডকে উদ্দেশ্য না বললেও তার এই বার্তা যেন ছিল বিসিসিআইকে বুঝিয়ে দেওয়ার জন্যই। তিনি মনে করছেন যে নতুন কিছু শেখা বা প্রক্রিয়ার উপর আস্থা রাখা জাতীয় কথাগুলি হার্দিক পান্ডিয়া ব্যবহার করছে একটি অজুহাত হিসেবে। তিনি জানিয়েছেন যে আগেকার দিনে ধোনি বা অন্য অধিনায়করা যখন বলতেন যে প্রক্রিয়ার উপর আস্থা রাখতে তখন তার একটা সত্যি মানে থাকতো। কিন্তু এখন এই কথাগুলি ব্যবহার করা হয় সমালোচনা থেকে রক্ষা পাওয়ার অস্ত্র হিসাবে।