Youtube-এ ভিডিও লাইক করলেই পাবেন টাকা! সত্যিটা জেনে উড়ে যাবে আপনার ঘুম

বাংলাহান্ট ডেস্ক : প্রযুক্তি (Technology) যত উন্নত হচ্ছে, প্রতারক (Scammer) বা স্ক্যামাররা ততো তাদের লোক ঠকানোর কৌশলে পারদর্শী হয়ে উঠছেন। এখন হোয়াটস্যাপের (Whatsapp) মাধ্যমেও তারা তাদের প্রতারণার জাল বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ঠিক কীভাবে তারা বোকা বানাচ্ছেন সাধারণ মানুষকে? চলুন সেটাই, জেনে নেওয়া যাক। বলা বাহুল্য, আজকাল স্ক্যামাররা কলের (Phone Call) পরিবর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করছে। একদিকে দেশে ছাঁটাইয়ের পর্ব চলছে, অন্যদিকে এর সুযোগ নিচ্ছে প্রতারকরা। ভুয়ো চাকরির (Fraud job) সুযোগ দিয়ে সুযোগ নিচ্ছে এই প্রতারকরা।

এই কেলেঙ্কারিতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবার ‘লাইক অ্যাট ৫০ টাকা’ কেলেঙ্কারি ফাঁস হয়েছে। যা সকলকে বিস্মিত করেছে। প্রতারকরা চ্যাটে চাকরির সুযোগ দিচ্ছে। সামনের লোকটি চাকরির কথা জিজ্ঞেস করলে উত্তর আসে ইউটিউব ভিডিও লাইক করে টাকা আয় করা যায়। এটি শুনতে খুব সহজ মনে হয় এবং খুব কঠিন নয়। বলা হয় একটি লাইকের জন্য ৫০ টাকা দেওয়া হয়। বর্তমানে এই কেলেঙ্কারি সামনে এসেছে। এর মাধ্যমে প্রতারকরা নতুনভাবে মানুষকে ঠকাচ্ছে।

লোকেদের বলা হচ্ছে যে এর মাধ্যমে একদিনে ৫,০০০ টাকা পর্যন্ত আয় করা যায়। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, স্ক্যামাররা সহজে অর্থের প্রতিশ্রুতি দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছে। হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে বলা হয় যে মাত্র কয়েকটি স্লট রয়েছে। আপনি যদি আবেদন করতে চান, তাহলে আপনাকে ক্লিক করে স্লট রিজার্ভ করতে হবে। তারপর তারা তাদের ভূমিকা ব্যাখ্যা করে এবং মনোযোগ আকর্ষণ করার জন্য, তারা শুরুতে আপনাকে কিছু টাকাও দিতে পারে।

whatsapp new feature

ভুক্তভোগীরা তাদের বিশ্বাস করে এবং পছন্দ করতেও শুরু করে। যখন অর্থ প্রদানের সময় আসবে, তারা অর্থপ্রদানের সমস্যার অজুহাত দেবে এবং সহজে অর্থ স্থানান্তরের জন্য আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে বলবে। তারা আপনার কাছ থেকে আর্থিক বিবরণ, পাসওয়ার্ড এবং ফোনের ওটিপি নেবে এবং আপনার ব্যাঙ্ক একাউন্ট থেকে অর্থ তুলে নেবে। আপনি যদি নিরাপদ থাকতে চান তবে কাজের বিবরণ মনোযোগ সহকারে পড়ুন। এমন কোন কাজ আছে কী না অন্য কোথাও অনুসন্ধান করুন বা জানার চেষ্টা করুন। কোনো কিছুর জন্য তাড়াহুড়ো করবেন না। যাচাই করার পরেই উত্তর দিন। আপনার যদি সামান্য সন্দেহ থাকে তবে বার্তাটি উপেক্ষা করুন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর