বাংলাহান্ট ডেস্ক : টাটা কনসালটেন্সি সার্ভিস (Tata Consultancy Service) বা টিসিএস দেশের অন্যতম বড় আইটি সংস্থা। কিন্তু সম্প্রতি এই সংস্থা উঠে এসেছে খবরের শিরোনামে। সূত্রের খবর, TCS এর বহু সংখ্যক কর্মচারী ইস্তফা দিচ্ছেন তাদের কাজ থেকে। ইস্তফা দেওয়া কর্মচারীদের মধ্যে একটা বড় অংশই মহিলা। সম্প্রতি ওয়ার্ক ফ্রম হোম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিসিএস।
বাড়ি থেকে কাজ করার সুবিধা বন্ধ হয়ে যাওয়ার ফলে কর্মচারীদের একটা বড় অংশ রীতিমতো গণ ইস্তফায় শামিল হয়েছেন। সংস্থার পক্ষ থেকেও মেনে নেওয়া হয়েছে যে ওয়ার্ক ফ্রম হোম বন্ধ করে দেওয়ার ফলেই অধিকাংশ মহিলা কর্মচারী তাদের কাজ থেকে ইস্তফা দিয়েছেন। প্রায় ছয় লক্ষ কর্মচারী কর্মরত টিসিএস-এ। এনাদের মধ্যে মহিলা কর্মচারী রয়েছেন প্রায় 35 শতাংশ।
মন্দার ফলে গত বছর থেকে ব্যাপক ছাঁটাই শুরু হয় বিভিন্ন প্রযুক্তি ও আইটি সংস্থায়। কিন্তু সেই সময় টিসিএস তাদের কর্মীদের ছাঁটাই করেনি। কিন্তু বর্তমানে বহু কর্মচারী টিসিএস থেকে পদত্যাগ করছেন। ওয়াকিবহাল মহল বলছে, করোনা মহামারীর সময় থেকে সারা বিশ্ব জুড়ে শুরু হয় ওয়ার্ক ফ্রম হোম।
সেই সময় থেকে অনেকেই বাড়ি বসে কাজ করাতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। এরপর মহামারী নিয়ন্ত্রণে এলে ফের স্বাভাবিক নিয়মে অফিসে এসে কাজকর্ম শুরু হয়। অনেক কর্মচারী ধীরে ধীরে এই ব্যবস্থা মানিয়ে নিচ্ছিলেন। তবে অনেকেই মানসিকভাবে অফিসে এসে কাজ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। এরপর অর্থনৈতিক মন্দা দেখা দিলে অফিসগুলি কর্মী ছাঁটায়ের পথে হাঁটে।
কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অফিসে এসে কর্মীদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। হঠাৎ করে ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হয়ে যাওয়ায় অনেক কর্মচারী মানসিকভাবে ধাক্কা খান। তাই বহু সংস্থায় দেখা গিয়েছে পদত্যাগের হিড়িক। একাধিক সংস্থায় এক লাফে বহু গুণ বৃদ্ধি পায় ইস্তফার সংখ্যা। সম্প্রতি TCS এও দেখা গেল সেরকমই ছবি।