বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া(uluberia) অঞ্চলে শুক্রবার দুই দলের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে । মহারাষ্ট্র থেকে ২২ জন অভিবাসী শ্রমিকের আগমন ও থাকার প্রতিবাদ করার জন্য গ্রামবাসীরা ইটপাটকেল চালায়। আর এই অশান্তি চরমে ওঠে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেঙ্গল পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ঘটনাস্থলে পৌঁছেছিল।
৩০ এপ্রিল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার টিকিয়াপাড়ায় স্থানীয়দের একটি বিশাল জনতা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধাওয়া করে। জনতা আক্রমণকারী পুলিশ কর্মকর্তাদের উপর ক্ষোভ উগরে দেয় । এই সংঘর্ষের ঘটনায় হাওড়া জেলা বিজেপি সংখ্যালঘু সেলের সদস্যের সাথে সংঘর্ষের মূল ‘উস্কানিদাতা’ সহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিধি নিষেধ অমান্য করা নিয়ে অশান্তি
এর আগে লক ডাউনের বিধি নিষেধ মানা নিয়ে একাধিক জায়গায় মানুষের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। আর এই নিয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ নিলেও কোনো লাভ হয়নি।
মুর্শিদাবাদ এবং হুগলিতেও এক ছবি
মুর্শিদাবাদ ও হুগলিতে এপ্রিল মাসে একাধিক লোক এক মসজিদে জুমার নামাজ পড়ার জন্য জড়ো হয়েছিল। পুলিশ তত্ক্ষণাত জনতার ছত্রভঙ্গ করে দিলেও সিএম মমতা বন্দ্যোপাধ্যায় ওই জেলায় বারবার লঙ্ঘনের বিষয়টি মাথায় রেখে মুর্শিদাবাদ ডিআইজিকে এ জাতীয় সমাবেশ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছেনা।