পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দায়ের হল মামলা, সম্ভবত এটাই দেশের প্রথম মামলা

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্তর প্রদেশের গোরখপুরের মহারাজগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়। সম্ভবত ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা এটাই দেশের প্রথম মামলা। বিনয় কুমার পাণ্ডে নামের এক ব্যাক্তি ইমরান খানের বিরুদ্ধে মহারাজগঞ্জ আদালতে বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছেন।

বিনয় কুমার পাণ্ডে পেশায় আইনজীবী, মামলা দায়ের করার পর উনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারত বিরোধী গোষ্ঠী গুলো ষড়যন্ত্র করে আমেরিকার লেবার আদালতে কিছুদিন আগে একটি মামলা দায়ের করা হয়েছে। উনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের বয়ানে আগাগোড়াই ভারতে রাষ্ট্রদ্রোহ আর দুই সম্প্রদায়ের মধ্যে বৈষম্য ছড়ানোর কাজ করে গেছে। আর এই নিয়েই তিনি গোরখপুরের মহারাজগঞ্জ আদালতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মামলা নিয়ে আগামী শুনানি অক্টোবর মাসে হবে বলে জানা যাচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকে ভারত এবং মোদী সরকারের উপর চরম তেঁতে আছে পাকিস্তান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে বৈশ্বিক মঞ্চে কোণঠাসা করতে বারবার ভুয়ো তথ্য তুলছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি প্রধানমন্ত্রী ইমরান খান সমেত পাকিস্তানের নেতা মন্ত্রী এমনকি প্রাক্তন ক্রিকেটারেরাও ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে। তবুও এত কিছুর পরেও কোন সুবিধা করতে পারেনি পাকিস্তান। ভারতকে কোণঠাসা করতে গিয়ে, নিজেরাই আন্তর্জাতিক মঞ্চে একঘরে হয়ে গেছে।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর