নির্বাচনের দিন বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, এফআইআর দায়ের হল সোনুর বিরুদ্ধে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বোন রাজনীতিতে পা রাখতেই বিপদের ঘন্টা দাদা সোনু সূদের (Sonu Sood) জীবনে। এফআইআর দায়ের হল ‘গরিবের মসিহা’র বিরুদ্ধে। পঞ্জাবে নির্বাচনের দিন বোন মালবিকা সূদের হয়ে প্রচার করার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে সোনুর বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর গাড়িটিও।

পঞ্জাব বিধানসভা ভোটের দিন একটি পোলিং বুথে দেখা মেলে সোনুর। এরপরেই পঞ্জাব পুলিসের তরফে বাজেয়াপ্ত করা হয় তাঁর গাড়িটি। সোনুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মোগা জেলার একটি গ্রামে বোনের হয়ে প্রচার করছিলেন সোনু। অভিযোগ পাওয়ার পরেই অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পঞ্জাব পুলিস।


সরকারি নির্দেশ অমান‍্য করার অভিযোগে সোনুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় এফআইআর দায়ের করা হয় মোগা পুলিস স্টেশনে। উল্লেখ‍্য, পঞ্জাবের মোগাতেই কংগ্রেসের টিকিটে নির্বাচন লড়েছেন মালবিকা। ভোটের দিন সোনুর বিরুদ্ধে অভিযোগ ওঠে পোলিং বুথে গিয়ে ভোটদাতাদের প্রভাবিত করার।

এরপরেই অভিনেতার গাড়ি বাজেয়াপ্ত করে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের তরফেও সোনু্র উপর নিষেধাজ্ঞা জারি করা হয় যে তিনি পোলিং বুথে যেতে পারবেন না। যদিও আত্মপক্ষ সমর্থন করে অন‍্য রকম দাবি করেছেন অভিনেতা।

সংবাদ সংস্থা ANI কে তিনি বলেন, “বিরোধী পার্টি বিশেষ করে অকালি দলের তরফে হুমকি দেওয়ার খবর পাওয়া যাচ্ছিল বিভিন্ন বুথ থেকে। কিছু কিছু বুথে টাকার বিনিময়েও ভোট কেনা হচ্ছিল। আমাদের কর্তব‍্য এটা দেখা যে ভোট যেন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়। সেই কারণেই আমরা বাইরে গিয়েছিলাম। এখন আমরা বাড়িতে ফিরে এসেছি। নির্বাচন ন‍্যায‍্য ভাবে হওয়া উচিত।”

এর আগে পঞ্জাবের মোগা জেলার খুখারনাতে বোনের হয়ে প্রচার সারেন সোনু। জনতার সঙ্গে সরাসরি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। দাদা অভিনেতা হলেও বোন মালবিকা অভিনয়ের দিকে যাননি। তিনি সমাজ সেবার সঙ্গে যুক্ত থেকেছেন।

একটি সেকেন্ডারী স্কুল চালানোর পাশাপাশি IELTS এর ইংরেজি শিক্ষার কোচিং ক্লাসও করান তিনি। দুঃস্থ শিশুদের বিনামূল‍্যে শিক্ষাদানের পাশাপাশি তাদের বই ও অন‍্যান‍্য দরকারি জিনিসপত্রও বিতরণ করেন। গত সাত বছর ধরে সমাজ সেবার কাজে যুক্ত রয়েছেন মালবিকা।

সম্পর্কিত খবর

X