বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাজধানী দিল্লী (Delhi) আর আশেপাশের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত (Heavy Rain) শুরু হয়েছে। রবিবার দিল্লী-এনসিআর এলাকায় বৃষ্টি হয়। এরফলে দিল্লীবাসি গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পান। দিল্লীর অনেক একালায় মুশলধার বৃষ্টি হয়। এরফলে মিন্টো রোড এলাকার আন্ডারপাসে জল জমে যায়। জল এতটাই জমে যায় যে, সেখান দিয়ে যাওয়া DTC এর একটি বাস জলে ডুবে যায়। জলে ডুবে যাওয়ার কারণে বাসে থাকা যাত্রীরা ছাদে উঠে পড়েন। আর সেখান থেকে সিঁড়ির মাধ্যমে তাঁদের সুরক্ষিত উদ্ধার করা হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
#WATCH Delhi: Fire Department personnel rescue people on-board a bus that was stuck in a waterlogged road under Minto Bridge following heavy rainfall in the national capital this morning. pic.twitter.com/wBCjSRtvqw
— ANI (@ANI) July 19, 2020
বলে দিই, দিল্লীতে বৃষ্টি যেমন গরম থেকে স্বস্তি দিয়েছে, তেমনই অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এখনো পর্যন্ত আকাশে কালো মেঘ ছেয়ে আছে। আর অনুমান করা হচ্ছে যে, আগামী কয়েক ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিভাগ আজ দেশের রাজধানী দিল্লীতে বজ্রপাতের সাথে বৃষ্টি পড়ার বার্তা জারি করেছিল। আবহাওয়া দফতর অনুযায়ী, দিল্লী আর আশেপাশের রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানায় লাগাতার বৃষ্টি হওয়ার সম্বাবনা আছে।
Various parts of Delhi face waterlogging after the city received heavy rainfall today. Visuals from Tilak Bridge. pic.twitter.com/R1xUArE76C
— ANI (@ANI) July 19, 2020
আবহাওয়া দফতর জানিয়েছে যে, ১৯ থেকে ২১ জুলাইয়ের মধ্যে দিল্লী, হরিয়ানা, পাঞ্জাবে ভারি বর্ষা হতে পারে। একদিকে যেমন দিল্লীবাসী করোনার প্রকোপে দিশাহারা। তখন আরেকদিকে অতিবৃষ্টির কারণে কিছু কিছু এলাকা জলমগ্ন হওয়ার কারণে সমস্যায় ভুগছে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে যে, শহরের একটি বড় অংশ এখনো বর্ষা থেকে বঞ্চিত। আবহাওয়া দফতর আগামী দুই তিন দিনে শহরের কিছু জায়গায় হাল্কা বৃষ্টির অনুমান জাহির করেছে।