অনুমতির জন্য লিখিত আবেদনই করা হয়নি! অরিজিতের শো নিয়ে হাত তুলে দিলেন ফিরহাদ হাকিম

বাংলাহান্ট ডেস্ক: কলকাতায় অরিজিৎ সিং (Arijit Singh) এর আসন্ন গানের অনুষ্ঠান নিয়ে বিতর্ক অব্যাহত। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ইকো পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গায়কের কনসার্ট। কিন্তু এখন সেই অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শোনা যাচ্ছে, ইকো পার্কে অনুষ্ঠান হচ্ছে না অরিজিতের। হিডকোর তরফে নাকি আয়োজকদের অগ্রিম টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) দাবি করলেন, অনুষ্ঠানের অনুমতির জন্য নাকি আবেদনই করেনি আয়োজক সংস্থা!

হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে অরিজিতের কনসার্টের জন্য কোনো রকম লিখিত আবেদন করে অনুমতিই নেয়নি আয়োজক সংস্থা। তাহলে অনুমতির প্রশ্ন উঠছে কোথা থেকে? অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক রঙ লেগে গিয়েছে।

arijit singh eco park

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ‘গেরুয়া’ গানটি গেয়েছিলেন অরিজিৎ। বিজেপির অভিযোগ, তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে। ‘গেরুয়া’ গাওয়ার জন্যই রাজ্য সরকারের ক্ষোভের মুখে পড়েছেন অরিজিৎ। তাই শোয়ের অনুমতি পাচ্ছেন না তিনি।

একই অভিযোগ করে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির অমিত মালব্যও। কিন্তু বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। ফিরহাদ হাকিম স্পষ্ট বলেন, অরিজিৎ সবার প্রিয়। কোনো রাজনীতিই নেই এর পেছনে। অনুষ্ঠানের জন্য অনুমতি না দেওয়ারও ব্যাপার নেই।

ফিরহাদ বলেন, ইকো পার্কের বিপরীতে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে জি ২০ সম্মেলন রয়েছে। এর মধ্যে ইকো পার্কে অরিজিতের অনুষ্ঠান হলে আরোই ভিড় উপচে পড়বে, যা সামাল দেওয়া সহজ নয়। বদলে নিক্কো পার্ক বা অ্যাকোয়াটিকায় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

এদিকে এই কাণ্ডে কার্যত মাথায় হাত পড়েছে আয়োজক সংস্থার। তাদের দাবি, ২২ হাজার টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এত বিপুল সংখ্যক মানুষকে নিক্কো বা অ্যাকোয়াটিকায় ঠাঁই দেওয়া সম্ভব নয়। এদিকে হাত তুলে দিয়েছেন ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, টিকিটের ক্রেতারা চাইলে আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই পারেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর