নস্যাৎ বিরোধীদের দাবি! পঞ্চায়েত ভোটের কোনও বুথেই থাকছে না কেন্দ্রীয় বাহিনী

বাংলা হান্ট ডেস্ক : রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) বিজ্ঞপ্তিতে নেই কেন্দ্রীয় বাহিনীর উল্লেখ। তবে কি ভোটের সময় বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না? সামনের সপ্তাহেই পঞ্চায়েত নির্বাচন। এখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে পূর্ণ সিদ্ধান্ত জানাতে পারল না রাজ্য নির্বাচন কমিশন।শনিবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল দেবে, নাকা চেকিং করবে, আন্তর্জাতিক সীমান্ত এবং রাজ্য সীমান্তও পাহারা দেবে। কিন্তু ভোটের সময় বুথে পাহারা দেওয়ার কোনো উল্লেখ নেই সেখানে।

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ পাওয়ার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীর দাবি করছিলেন বিরোধীরা। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত জানায় ৮২২ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আনতে হবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে। বলা হয় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে। এখনও পর্যন্ত ৩১৫ কোম্পানি বাহিনী এসেছে রাজ্যে। বাকি বাহিনী এখনও এসে পৌঁছায়নি। তারই মধ্যে কমিশনের এই বিজ্ঞপ্তিতে আদৌ কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে থাকবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে সাধারণ ভোটারদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

west bengal election

এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। জোর কদমে প্রচার চালাচ্ছে সব দলই। এরই মধ্যে বাদ-বিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ওদিকে থাকবে কেন্দ্রীয় বাহিনী, এদিকে থাকব আমরা। কেন্দ্রীয় বাহিনীকে দেখিয়েই তৃণমূলের (Trinamool Congress) ভোটাররা ভোট দেবে। পঞ্চায়েত ভোটের আগে, ফের কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলেন মদন মিত্র (Madan Mitra)। সেইসঙ্গে রাজ্যপালকেও বেনজির ভাষায় আক্রমণ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। সমালোচনায় সরব বিরোধীরা।

এদিকে, তৃণমূল ও ফরওয়ার্ড ব্লকের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। একে অপরকে মারধর। বাড়িতে হামলা। দোকান ভাঙচুরের অভিযোগ উঠল উভয়পক্ষের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী। অনুব্রতহীন বীরভূমে বিজেপিকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন, তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী কাজল শেখ। নানুরের কর্মিসভা থেকে বললেন, খেলা হবে। দিলেন দেখে নেওয়ার হুঁশিয়ারি। পাল্টা, জবাব দিয়েছে বিজেপিও।

এরইমধ্যে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অব্যাহত থাকল ধোঁয়াশা। ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি। উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন, জানালেন রাজীব সিনহা। পঞ্চায়েত ভোটের মুখে ময়না থানার ওসি বদল। ভোটের ৮দিন আগে কৃষ্ণেন্দু প্রধানকে পাঠানো হল ছুটিতে। ময়না থানার দায়িত্বে কোলাঘাট থানার ওসি মহম্মদ মাহিউল ইসলাম।

 

Sudipto

সম্পর্কিত খবর