বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেকেই চান সঠিক পরিমানে অর্থ সঞ্চয় (Saving Money) করে ভবিষ্যতের দিন গুলিকে সুরক্ষিত করতে। যদিও, সেক্ষেত্রে অনেকেই সঠিক উপায়গুলি সম্পর্কে অবগত থাকেন না। এমতাবস্থায়, আপনিও যদি খুব সহজেই লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে চান সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কারণ, আজ আমরা আপনাদের কাছে সঞ্চয় সংক্রান্ত কিছু প্রয়োজনীয় টিপস উপস্থাপিত করব। এর ফলে আপনার ভবিষ্যৎ যেমন সুরক্ষিত থাকবে ঠিক তেমনি অর্থের জন্যও কোনো চিন্তা থাকবে না। এছাড়াও, আপনি একাধিক স্কিমে সুদের সুবিধাও পেতে পারেন।
বিনিয়োগের আগে সমস্ত তথ্য জানার চেষ্টা করুন: মূলত, আপনাকে আপনার সঞ্চয় সেখানেই করতে হবে যেখানে নিশ্চিতভাবে ভালো রিটার্ন পাওয়া যায়। এমন পরিস্থিতিতে, আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবেন, সেক্ষেত্রে সেই কোম্পানি বা বাজার সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনার কাছে থাকা খুবই গুরুত্বপূর্ণ।
খরচের সীমা নির্ধারণ করুন: অনেক সময় অতিরিক্ত ব্যয়ের কারণে আমাদের নির্ধারিত বাজেট উপেক্ষিত হয়। এমন পরিস্থিতিতে, বেতনের ৬০ থেকে ৭০ শতাংশ টাকা প্রয়োজনীয় দিকে খরচ করে বাকি টাকা বিনিয়োগ করুন। যাতে দরকারের সময় সঞ্চিত অর্থ কাজে লাগতে পারে।
ঋণ এড়িয়ে চলুন: বর্তমানে অনেকেই তাঁদের একাধিক চাহিদা পূরণ করতে এবং বিভিন্ন প্রয়োজনে ব্যাঙ্ক বা বিভিন্ন সংস্থা থেকে লোন বা ঋণ নিয়ে ফেলেন। তবে, মাথায় রাখবেন যে, আপনার শুধুমাত্র ততটুকু ঋণ নেওয়া উচিত, যা আপনি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিশোধ করতে পারবেন।
বেশি রিটার্ন দেয় এমন কোম্পানিতে বিনিয়োগ করুন: বিনিয়োগের সময় এমন জায়গায় বিনিয়োগ করুন যেটি আপনাকে বেশি রিটার্নের সুযোগ দেয়। সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে SIP-এর মাধ্যমে বিনিয়োগ করা লাভজনক হতে পারে।