বাংলা হান্ট নিউজ ডেস্ক : বীরভূমের নানুরে খুন হওয়া বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের দেহ লোপাট নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে দুষলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুকুল রায়। পোস্ট মর্টেম হওয়ার পর পরিবারের হাতে দেহ না তুলে দিয়ে চোরের মতো বীরভূমে নিয়ে যাওয়া হয়েছে। আর এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত বলে মনে করেছেন মুকুল রায়। এদিন অনুপম হাজরা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের নিয়ে স্বরুপ গড়াইয়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন মুকুল রায়।
এবং পরে সাংবাদিকদেক সামনে গোটা রাজ্যের একবছরে নিহত বিজেপি কর্মীদের তালিকা তুলে ধরে তাদের পরিবারের দেখতে দেখতে চোখের জল শুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, নানুরে নিজের জেলাতেই স্বরূপকে খুন করা হয়েছে। অন্য এক নেতার বাড়িতে হামলা করা হয়েছে এমনকি মুকুলের বাবার ওপর হামলার ব্যাপক নিন্দা করেন তিনি।তাই নিহত স্বরূপ গড়াইয়ের দেহ সড়ানো নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে দায়ী করে তাঁরা দায় কখনই এড়াতে পারেননা বলে মন্তব্য করেছেন মুকুল। পাশাপাশি এই কাজে এডিজি ল অ্যান্ড অর্ডার জ্ঞানবন্ত সিংও জড়িয়ে রয়েছেন বলেও অভিযোগ করেছেন মুকুল রায়।একইসঙ্গে এই ঘটনায় অভিযুক্ত করিম খানকে গ্রেফতার না করা নিয়েও নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন মুকুল রায়।