বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তার পরেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন৷ ইতিমধ্যে বিধানসভা নির্বাচনেই বিজেপি এবং শিবসেনা জোট তাদের কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে৷ যদিও প্রার্থীদের নাম এখনও অবধি ঘোষণা করা হয়নি কিন্তু বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের মতো একাধিপত্য স্থাপন করতে এবং রাজ্যকে হাতের মুঠোয় রাখতে শিবসেনার সঙ্গে জোট বেঁধেছে বিজেপি৷ অন্য দিকে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হয়েছে এনডিএ৷
তবে বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক সমালোচনার মুখে পড়তে হলেও এনডিএ শরিক আরপিআইকে৷ অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ডন ছোটা রাজনের ভাইকে ফল্টন বিধানসভা কেন্দ্রের প্রার্থী করার পর থেকে সমালোচনা উঠেছিল৷ মহারাষ্ট্রের ছোট বিধানসভা আসনে অন্য কোনও প্রার্থীকে নিয়ে ঝামেলা হয়নি কিন্তু অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রাজনের ভাইকে পল্টন বিধানসভা আসনেই প্রার্থী ঘোষণার পর থেকেই ঝামেলা বেধেছিল যদিও তার পর প্রার্থী বদল করতে বাধ্য হয়েছে আরপিআই৷
যদিও এই প্রথমবার নির্বাচনে নয় এর আগে তিন তিন বার বিধানসভায় নির্বাচনে জয়লাভ করতে পারেননি রাজনের ভাই দীপক৷ তাই এ বার অস্বস্তিতে পড়েই ফল্টনে বিধানসভায় দিগম্বর আগাও ওয়ারকে প্রার্থী করল আরপিআই৷ তবে মহারাষ্ট্রে যে ভাবে এনডিএ নিজেদের জায়গায় ঠিক রয়েছে তাতে প্রার্থী বদল করতেই হতো বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা কারণ ওই বিধানসভা কেন্দ্রে যদি দীপক নির্বাচনে লড়াই করতেন সে ক্ষেত্রে নিজেদের জায়গা ধরে রাখাটা এনডিএর পক্ষে কঠিন হত৷