রোহিতের একটা ছোট্ট ভুল! ভারতকে অল-আউটের কলঙ্ক উপহার দিয়ে ভয়ানক রেকর্ড পাকিস্তানের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) আজ শ্রীলঙ্কার মাটিতে চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan)। বার বার বৃষ্টির কারণে বিঘ্নিত হওয়া ম্যাচে ভারতীয় টপ অর্ডারকে আরও একবার লজ্জার মুখে ফেলে পাকিস্তানের বোলিং আক্রমণ। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল-রা অল্পে ড্রেসিংরুমে ফেরার পর রীতিমতো চাপে পড়ে গিয়েছিলেন ভারতীয় সমর্থকরা।

কিন্তু এরপর ভারতীয় দলকে বিপদ থেকে টেনে তোলেন ঈশান কিষাণ (৮২)। পাল্টা আক্রমণ শুরু করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। ফলস্বরূপ পাকিস্তানের স্পিনারদের ওপর চাপ বেড়ে যায়। আর এই সুযোগটা নিয়ে ভারতীয় ইনিংসের ভিত ধীরে ধীরে গড়ে তোলার কাজ করেন হার্দিক পান্ডিয়া (৮৭)।

   

hardik ishan

যদিও তারা আউট হয়ে যাওয়ার পরে বুমরা ছাড়া আর কেউ তেমন একটা প্রভাব ফেলতে পারেননি ব্যাট হাতে। ফলস্বরূপ ১.১ ওভার বাকি থাকতেই অলআউট হয়েছে ভারত মাত্র ২৬৬ রান তুলে। তবে একসময় ভারতীয় দল ৬৬ রানে ৪ উইকেট খুঁইয়ে ফেলেছিল। সেই হিসাব অনুযায়ী দেখলে এই রান খুব একটা মন্দ নয়।

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা! লজ্জার রেকর্ড গড়লেন রোহিত, কোহলিরা

তবে ভারতীয় দলের অলআউট হওয়ার সঙ্গে একটি গর্বের ইতিহাস যুক্ত করে নিল পাকিস্তান। আজ অবধি কোনওদিনও এমন ঘটনা ঘটেনি এশিয়া কাপে, কিন্তু আজ ঘটলো। পাকিস্তানের স্পিনারদের বিরুদ্ধে আজ ভালই ব্যাটিং করেছেন ভারতীয় ব্যাটাররা বা বলা ভালো হার্দিক ও ঈশান। কিন্তু পেসাররা শুরুর দিকে এবং ডেথ ওভার, দুই জায়গাতেই বিপাকে ফেলেছে ভারত।

আরও পড়ুন: রাবণের লঙ্কায় পাকিস্তানের সামনে রামের নামে জয়ধ্বনি! শুনতেই ছন্দে ফিরলো ভারত, রইলো ভাইরাল ভিডিও

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার আজ কোনও দলের অলআউট হওয়ার ক্ষেত্রে বিপক্ষ দলের থেকে সব উইকেট পান পেসাররা। আজ পাকিস্তানের স্পিনাররা একটি উইকেট পাননি। আরে এশিয়া কাপের ইতিহাসে এই ঘটনা প্রথম বলে আরও মনে থাকবে বিষয়টি সকলের। পাকিস্তানের হয়ে আজ শাহীন আফ্রিদি ৪ টি এবং নাসিম শাহ ও হ্যারিস রাউফ ৩ টি করে উইকেট পেয়েছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর