দীঘা যাওয়ার পরিকল্পনা করছেন? সাবধান! এই খবর জেনে নিয়ে তবেই যাবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়েছে আবহাওয়া (Weather)। বিগত কয়েকদিনের বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে মানুষকে। তীব্র দাবদাহের হাত থেকে মুক্তি পেয়েছেন বঙ্গের মানুষ। আগের থেকে ৭ ডিগ্রি পর্যন্ত নেমেছে তাপমাত্রা। বিগত কয়েকদিন স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল উপকূলবর্তী এলাকায়।

কিছুদিন আগেই সমুদ্রের উপর ভিড় করে আসে মেঘের দল। যত বেলা বেড়েছে ততই বেড়েছে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের গতিবেগ। বিগত কয়েকদিনের গরমের ফলে পর্যটকের সংখ্যা বেশ কমে যায় দীঘা (Digha) ও তার সংলগ্ন সৈকত অঞ্চলে। তবে কয়েক দিনের বৃষ্টিতে ফের স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে সৈকত শহরে।

আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Meteorological Department) জানিয়েছে, কলকাতা ও তার সংলগ্ন এলাকায় দফায় দফায় বৃষ্টিপাত চলবে। এর সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হাওয়া বইতে পারে বিভিন্ন জায়গায়। গত সোমবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে দীঘা ও তার সংলগ্ন এলাকায়। এই বৃষ্টিপাতের ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরছে আমজনতার মনে।

হাওয়া অফিস সূত্রে খবর, ছত্রিশগড় থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে বৃষ্টিপাত চলবে উত্তর ও দক্ষিণবঙ্গে। এর ফলেই গত দু’দিন ধরে মাঝে মাঝেই বঙ্গের আকাশ মেঘলা থাকছে। তবে আকাশ আংশিক মেঘলা থাকলেও মাঝে রোদ উঠবে। ফলে, এখন রাজ্যের তাপমাত্রা উপরের দিকেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিসের আধিকারিকরা।

তবে ঘূর্ণাবর্তের কারণে দীঘার সমুদ্রে আছড়ে পড়তে পারে বড় বড় ঢেউ। আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্থানীয় প্রশাসন পর্যটকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই রূপ তাপমাত্রা বজায় থাকবে। এরপর ধীরে ধীরে ফের চড়বে তাপমাত্রার পারদ।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X