বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় পুলিশ সেবা (IPS) থেকে ইস্তফা দেওয়ার প্রায় ১৮ মাস পর ৩৬ বছর বয়সী পুলিশ আধিকারিক কুপ্পুসামী আন্নামলাই (kuppusamy annamalai) মঙ্গলবার বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দেন। জানিয়ে দিই, ওনাকে কর্ণাটক পুলিশের সিঙ্ঘম বলে জানা যায়। কর্ণাটকের বিজেপি নেতা এই দুঁদে পুলিশ অফিসারকে দলে স্বাগত জানান। বিজেপিতে যোগ দেওয়ার পর উনি বলেন, ‘আমি একজন দেশপ্রেমিক আর বিজেপির থেকে ভালো দল দেশপ্রেমিদের কাছে নেই।”
তামিলনাড়ুর বাসিন্দা আন্নামলাই কর্ণাটকে ৯ বছর বিভিন্ন পদে কাজ করেন। দিল্লীতে বিজেপির হেডকোয়ার্টারে উনি বিজেপির মহাসচিব তথা দক্ষিণের রাজ্য গুলোর পর্যবেক্ষক মুরলীধর রাও, তামিলনাড়ু বিজেপির স্বভাপতি এল মুরগন আর বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রার উপস্থিতি বিজেপির সদস্যপদ গ্রহণ করেন।
দলের সদস্যতা গ্রহণ করার পর আন্নামলাই সাংবাদিকদের বলেন, ‘আমি মন থেকে রাষ্ট্রবাদী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসক। যখন আমি মানুষের সেবার জন্য রাজনিতিতে প্রবেশ করার সিদ্ধান্ত নিই। আর সেই হিসেবে স্বাভাবিক ভাবে বিজেপি আমার প্রথম পছন্দ হবে।” উনি বলেন, বিজেপি যেই রাষ্ট্রবাদ ভাবনার জন্য পরিচিত, সেটিকে তামিলনাড়ুতে বিস্তার করার কাজ করব আমি।
তামিলনাড়ুর রাজনীতিতে বিজেপি এখনো নিজেদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয় নি। সেখানকার দ্রাবিড় রাজনীতিতে প্রবেশ করার লাগার প্রচেষ্টা পরেও DMK এবং AIDMK কে বিজেপির পক্ষে হারানো এখনো সম্ভব হয়ে ওঠেনি। তামিলনাড়ুর করুরে জন্মগ্রহণ করা ২০১১ ব্যাচের প্রাক্তন IPS অফিসার করান্তকের উডুপি জেলার কারকলার সহায়ক পুলিশ অফিসার আর উডুপি চিকম্যাঙ্গালুর এর পুলিশ কমিশনার হিসেবে বিশাল খ্যাতি অর্জন করেহচিলেন। গত বছর মে মাসে উনি পুলিশ সেবা থেকে অবসর নেন। সেই সময় তিনি ব্যাঙ্গালুরু (দক্ষিণ) এর পুলিশ সুপার ছিলেন।