বাংলা হান্ট ডেস্ক : হাতে আর কয়েকঘন্টা, তারপরেই বাম যুব সংগঠনের ব্রিগেড সমাবেশ (Brigade Rally)। সেই উপলক্ষ্যে শনিবার রাতে সংগঠনের প্রাক্তনী হিসেবে বুদ্ধদেবের (Buddhadeb Bhattacharya) বার্তা আনতে গিয়েছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায়রা (Minakshi Mukherjee)। প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে বেরিয়ে মীনাক্ষী বলেন, ‘উনি আমাদের হাত ধরে বলেছেন রবিবার ভালো ব্রিগেড হবে। বড় ব্রিগেড হবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ হয়ে রয়েছেন বুদ্ধবাবু। বিগত ছয় বছর ধরেই গৃহবন্দি তিনি। তাই তার বার্তা আনতে সোজা ফ্ল্যাটেই পৌঁছে গেছিল বাম যুব নেতৃত্ব। যদিও বুদ্ধবাবুর শারিরীক অবস্থার নির্ভর করছিল সবটাই। তবে বাম যুব নেতৃত্বের আশা ছিল, তিনি কথা বলতে পারবেন। সেই মত শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের তরফে জানানো হয়, বুদ্ধবাবুর শরীর এখন ভালো আছে। তিনি কথা বলতে পারবেন।
পরিবারের তরফ থেকে আশ্বাস মেলার পরেই গত শনিবার রাত ৮টা নাগাদ বুদ্ধদেবের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে পৌঁছায় ডিওয়াইএফআই (DYFI) রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদক মীনাক্ষী, পত্রিকা সম্পাদক কলতান দাশগুপ্ত। শোনা যাচ্ছে, এইদিন মীনাক্ষীর হাতেই নাকি নিজের বার্তা তুলে দিয়েছেন বুদ্ধবাবু। রবিবারের সমাবেশে সেই বার্তা পাঠ করবেন তিনি।
আরও পড়ুন : হাওড়া থেকে টানা ১৪ দিন বন্ধ একাধিক লোকাল, এক্সপ্রেস! যাত্রী ভোগান্তির আশঙ্কায় সতর্কবার্তা রেলের
উল্লেখ্য, ১৯৬৭ সালে ডিওয়াইএফআই নামক সংগঠনটি প্রতিষ্ঠা করেন বুদ্ধদেব। আর আজ তার নিজের তৈরি সংগঠনের সমাবেশে নিজে উপস্থিত থাকতে না পারলেও বার্তা পাঠিয়ে দিয়েছেন তিনি। এর আগে ২০১৯ সালে শেষবারের মত ব্রিগেডে এসেছিলেন তিনি। তবে অসুস্থতার কারণে ১৫ মিনিট পরেই চলে যেতে হয় তাকে। এরপর ২০১৯ সালের ব্রিগেডে তার একটি অডিও বার্তা শোনানো হয়। আর এবার তার বার্তা পাঠ করে শোনানো হবে।
আরও পড়ুন : ‘তোমার রক্ষা নেই, ED কোর্টে জানিয়েছে…’, সন্দেশখালি প্রসঙ্গে চরম হুঁশিয়ারি শুভেন্দুর
যদিও ইতিমধ্যেই সমাবেশ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত, এই সমাবেশে আদৌ লোকজন আসবে তো? দুই, জন সমাগম হলেও তার প্রভাব ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে? সেই সাথে অনেকেই প্রশ্ন তুলেছেন, লোক টানার জন্যই কি বুদ্ধবাবুর বার্তা পেতে মরিয়া হয়ে উঠেছিল যুব নেতৃত্ব? যে কারণে তারা নিজেদের তৈরি সমীকরণকেই ভেঙে ফেলল। আসলে এর আগে ২০১৯ সালে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় অসুস্থ বুদ্ধদেবের একটা ছবি প্রকাশ্যে আনায় গর্জে উঠেছিল আলিমুদ্দিন স্ট্রিটই। আর এবার ব্রিগেড সমাবেশের প্রাক্কালে অসুস্থ বুদ্ধদেবের বিছানায় শোয়া একাধিক ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সিপিএমের কর্মী-সমর্থকদের একটি অংশ। দলের অফিশিয়াল পেজ থেকে ছবি পোস্ট না করা হলেও এখনও পর্যন্ত কেউ আপত্তিও জানায়নি। যে কারণে প্রশ্ন তো উঠছেই।