সুখবর! চাকরিজীবীদের সুবিধার্থে কাল থেকে রাস্তায় বেড়ে যাচ্ছে বাস

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গত 23 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে ধাপে ধাপে লকডাউন বাড়তে বাড়তে কেটে গিয়েছে প্রায় আড়াই মাস।

আগামীকাল থেকে শুরু হতে চলেছে আনলক 1 পর্ব। কাল থেকে পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস। ছুটি কাটিয়ে আগামী কাল থেকে কাজে যোগ দেওয়ার পালা বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মীদের।

যেহেতু পশ্চিমবঙ্গে অফিস যাওয়ার ক্ষেত্রে প্রচুর মানুষের ভরসা লোকাল ট্রেন ও মেট্রো। যেহেতু ট্রেন বা মেট্রোর কোনটাই এখনো চালু হয়নি সেক্ষেত্রে অফিসে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারে অফিস যাত্রীদের সেই কথা মাথায় রেখেই কাল থেকে রাস্তায় বাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর আগামীকাল থেকে অতিরিক্ত 30% বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাস মালিকরা। আগামীকাল অর্থাৎ সোমবার রাস্তায় 2000 নামবে বলে জানা গিয়েছে।

রাজ্যে যতদিন না পর্যন্ত লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা শুরু হচ্ছে ততদিন অফিস যাত্রীদের যাতায়াতের জন্য বাস ই একমাত্র ভরসা। তাই সরকারের সঙ্গে আলোচনার পর বেসরকারি বাস মালিকদের এই সিদ্ধান্তে খুশি চাকরিজীবীরা।

 

X