খোঁজ মিলল পৃথিবীর থেকে মাত্র ৩০% বড় নয়া গ্রহের, জানুন এই নতুন আবিষ্কার সম্মন্ধে

সাম্প্রতিক পৃথিবী থেকে মাত্র ৩০ শতাংশ বড় এক নতুন গ্রহের খোঁজ পেয়েছে বিজ্ঞানীরা। যা নিয়ে মহাকাশ গবেষণা জগতে হৈহৈ পড়ে গিয়েছে ইতিমধ্যেই। বিজ্ঞানীদের এই অভিনব আবিষ্কারকে কুর্ণিশ জানিয়ে বিশ্ববাসীর মনে এই অজানা গ্রহকে নিয়ে বেশ কৌতুহলও ইতিমধ্যে তৈরি হয়েছে। কি আছে এই গ্রহে, কেমন এই গ্রহ! এমনই নানাবিধ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই প্রতিবেদনের মধ্যে।

নয়া আবিষ্কৃত এই গ্রহটির নাম গ্লিজ-৪৮৬বি (Gliese – 486b)। যার ভর সূর্যের এক-পঞ্চমাংশ ও পৃথিবীর আকারের থেকে যা তিনগুন বড়। যার পৃষ্ট পূর্বে আবিষ্কৃত কিছু অন্যান্য গ্রহের মতই এবড়ো, খেবড়ো ও অসমতল। তবে এই গ্রহে কিছুটা অন্য দৃশ্য দেখতে মিলেছে। এখানে পাওয়া গিয়েছে বেশ কিছু গ্যাসের উপস্থিতি।

super earth gliese 486b discovered nearby scientist study alien atmospheres

এই গ্রহ কিছু উত্তপ্ত নক্ষত্রের মধ্যে অবস্থান করায়, বিজ্ঞানীরা আন্দাজ করছেন এটির পৃষ্ট যথেষ্ঠ গরম হবে। ফলস্বরূপ বায়ুমন্ডলও উষ্ণ হবে। বিজ্ঞানীরা নেক্সট জেনারেশন টেলিস্কোপের মাধ্যমে এই গ্রহকে পর্যবেক্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বিজ্ঞানীদের অনুমান, এই গ্রহ অপেক্ষাকৃত উষ্ণ হলেও, সূর্যের থেকে উষ্ণতা কম এবং হলকার পরিমাণও কম।

উল্লেখ্য, যে গবেষণায় এমন চাঞ্চল্যকর অস্তিত্ব উদঘাটন হয়েছে, তার সহ লেখক এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্লিজ -৪৮৬বি (Glise – 486b) হল এক্সপ্ল্যানেট। বিজ্ঞানীরা যার সন্ধানে যুগ যুগ ধরে স্বপ্ন দেখছিলেন। কারণ বিজ্ঞানীরা এরকম অস্তিত্বের সন্ধান শুরুর আগে থেকেই জানতেন যে, এমন এক্সপ্ল্যানেট গুলির অস্তিত্ব রয়েছে। বর্তমান প্রযুক্তির অগ্রগতি কেই তিনি এমন অসাধ্য সাধনে সহায়তা করার জন্য সাধুবাদ জানিয়েছেন।


সম্পর্কিত খবর