আইপিএলের আগে বিরাট চমক দিল সিএবি, ৩০ শে এপ্রিল ফ্রি-তে টিকাকরণ হবে ইডেনে

বাংলা হান্ট ডেস্কঃ বিসিসিআই এর তরফ থেকে আইপিএল খেলার জন্য যে কয়েকটি ভেন্যু ঠিক করে দেওয়া হয়েছিল সেই প্রত্যেকটি ভেন্যুতে ইতিমধ্যেই আইপিএলের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। শুধু বাকি রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়াম। আর কিছুদিনের মধ্যেই ইডেন গার্ডেন্সে শুরু হবে আইপিএল পর্ব। যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে সেই কারণে একটু দেরি করে ইডেনে শুরু হচ্ছে আইপিএল পর্ব।

তবে আইপিএল পর্ব শুরু হওয়ার আগেই ইডেন গার্ডেন্স নিল এক অসাধারণ পদক্ষেপ। শুক্রবার ইডেনে বসতে চলেছে ভ্যাকসিন ক্যাম্প। কলকাতার আমরি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে সম্পূর্ণ ফ্রিতে আইপিএলের সঙ্গে যুক্ত ইডেন গার্ডেন্সের মাঠ কর্মী, সাপোটিং স্টাফ, সাধারণ কর্মী সকলকেই ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়াও ভ্যাকসিন দেওয়া হবে সিএবি-র দায়িত্ব প্রাপ্ত অধিকারিকদেরও।

images 17 13

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ” ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে আমরা অনুমতি পেয়ে গিয়েছি। আমরি হাসপাতাল এবং কর্মীদের সহায়তায় আমরা আগামী শুক্রবার ইডেন গার্ডেন্স এর সঙ্গে যুক্ত কর্মীদের করোনা ভ্যাকসিন প্রদান করব সম্পূর্ণ বিনামূল্যে।” এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে “স্টে সেফ ভ্যাক্সিনেশন ড্রাইভ।”
আমরি হাসপাতালের গ্রূপ সিইও রূপক বড়ুয়া জানিয়েছেন, “সিএবি-র টিকা প্রকল্পে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।”


Udayan Biswas

সম্পর্কিত খবর