সোমেশ্বর মন্দিরে ব্যাঙের বিয়ে দিয়ে নজির কর্নাটকে

 

বাংলা হান্ট ডেস্ক : গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে দেশবাসীর জীবন অতিষ্ঠ। একটু বৃষ্টির আশায় তাকিয়ে মানুষ।তাই বৃষ্টির আশায় কেউ করছেন ভগবানের পুজো তো কেউ দিচ্ছেন ব্যাঙের বিয়ে।

 

ব্যাঙের বিয়ে দেবার পর আচার অনুষ্ঠান মেনে শোভাযাত্রাও করা হয়েছে।এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে এমন ঘটনাটি হয়েছে তবে কর্ণাটকবাসী এই প্রথম সাক্ষী হল এই ঘটনার।

e2fa7 img 20190610 wa0013

প্রসঙ্গত ঘটনাটি শনিবার ঘটেছে কর্নাটকের উদুপি জেলায়। সেখানে একটি পুরুষ ব্যাঙের সঙ্গে একটি স্ত্রী ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে বিয়ের সমস্ত প্রথা মেনেই।  নিত্যানন্দ ভোলাকাড়ু নামের একজন সমাজকর্মী, উদুপি জেলা নাগরিক সমিতি ও পঞ্চায়েত সেবা ট্রাস্টের মিলিত উদ্যোগে এই বিয়ের আয়োজন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি তার পর থেকেই শুরু হয়েছে এই নিয়ে চর্চা।


সম্পর্কিত খবর