ফিক্সড ডিপোজিট থেকে ক্রেডিট কার্ডের নিয়ম, সেপ্টেম্বর মাসে বদলাতে চলেছে এই ৭টি জিনিস

বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পরই আসতে চলেছে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে পরিবর্তন আসছে বেশ কিছু ক্ষেত্রে। ক্রেডিট কার্ডের বার্ষিক ফি থেকে শুরু করে ক্ষুদ্র সঞ্চয়ে কেওয়াইসি আপডেট, এরকম সাতটি জিনিসে আসতে চলেছে পরিবর্তন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন ক্ষেত্রে।

আগামী ৩০ শে সেপ্টেম্বর ২০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার শেষ তারিখ। ২০০০ টাকার নোট ব্যাংকে জমা দেওয়ার মেয়াদের বৃদ্ধি নিয়ে সরকার এখনো পর্যন্ত কিছু জানায়নি। তাই ধরে নেওয়া যেতে পারে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাকে ২০০০ টাকার নোট ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। এরপর আর আপনার কাছে থাকা ২০০০ নোটের কোনো ভ্যালু থাকবে না।

আরোও পড়ুন : আমজনতার জন্য সুখবর! রেশন কার্ড থাকলেই কেল্লাফতে, এবার মিলবে এই দুটি বিশেষ সুবিধা

সরকারের পক্ষ থেকে কেওয়াইসি আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির গ্রাহকদের। সরকারের পক্ষ থেকে গত ৩১ শে মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে কেওয়াইসি আপডেট করতে হবে এই ক্ষেত্রগুলিতে। নির্ধারিত সময়ের মধ্যে একাউন্টের সাথে আধার আপডেট না করলে ফ্রিজ হয়ে যাবে সেটি।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্টধারীদের নমিনেশন ফাইল করার সময় দিয়েছে। এর আগে সেবির পক্ষ থেকে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ৩১ শে মার্চ নমিনেশন ফাইল করার শেষ দিন। পরবর্তীতে সেই তারিখ বৃদ্ধি করে ৩০ শে সেপ্টেম্বর করা হয়।

আরোও পড়ুন : এক্কেবারে ৯% সুদ! দুর্দান্ত অফার দিচ্ছে এই ব্যাঙ্ক, ‘রেকারিং’য়ে টাকা রাখলেই মালামাল

গত জুন মাসে একটি বিজ্ঞপ্তি জারি করে ইউআইডিএআই জানায় অনলাইনে বিনামূল্যে আধার আপডেট করার শেষ তারিখ ১৪ই সেপ্টেম্বর। প্রয়োজনীয় নথি দিয়ে উপভোক্তা আধার আপডেট করতে পারবেন এই সময়ের মধ্যে। তবে আধার আপডেট করতে গেলে চার্জ লাগবে ‘কমন সার্ভিস সেন্টার’। অনলাইনে আধার আপডেট করার জন্য আপনাদের যেতে হবে https://myaadhaar.uidai.gov.in/portal-তে।

আগামী মাস থেকে বার্ষিক ফি এর ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে 7 অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যাগনাস ক্রেডিট কার্ডে। এতদিন পর্যন্ত এই ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফি ছিল ১০০০০ টাকা প্লাস জিএসটি। এর বদলে গ্রাহকরা পেতেন ১০ হাজার টাকা মূল্যের একটি ভাউচার। তবে এই ক্রেডিট কার্ডের বার্ষিক ফি বেড়ে হচ্ছে ১২,৫০০ প্লাস জিএসটি। সাথে বিনামূল্যে ভাউচারের সুবিধা আর পাওয়া যাবে না।

Start this business from home

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবীণদের জন্য উইকেয়ার ফিক্সড ডিপোজিটের মেয়াদ বৃদ্ধি করেছে। এই স্কিমের আওতায় এসবিআই ৫ থেকে ১০ বছরের মেয়াদী স্থায়ী আমানতের প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদ দিচ্ছে। এসবিআই এর পক্ষ থেকে এই স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার তারিখ ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এছাড়াও ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আইডিবিআই ব্যাঙ্কের অমৃত মহোৎসব ফিক্সড ডিপোজিটের মেয়াদ। এই স্কিমে গ্রাহকরা ৭.১ শতাংশ থেকে ৭.৬৫ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে থাকেন। এর ফলে স্থায়ী আমানতকারীরা এই স্কিমে টাকা রাখার জন্য আরও কিছুটা সময় পেয়ে গেলেন।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর