বাংল হান্ট ডেস্কঃ ১৫ বছর ধরে পলাতক কুখ্যাত গ্যাংস্টার রবি পুজারিকে (Ravi Pujari) দক্ষিণ আফ্রিকায় গ্রেফতার করা হয়েছে। ভারতীয় আধিকারিকের একটি দল তাঁকে ভারতে নিয়ে আসছে। ওই দলে কর্ণাটকের একজন বরিষ্ঠ আইপিএস অফিসারও আছেন।
এক শীর্ষ আধিকারিক জানান, হত্যা, জোরপূর্বক আদায় সমেত অনেক কয়েকটি মামলায় অভিযুক্ত রবি পুজারি আর সে ১৫ বছর ধরে পলাতক। গত বছর সেনেগালের পুলিশ তাঁকে গেফতার করেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই জামিন পেয়ে যায় সে। এরপর তাঁকে সেনেগাল থেকে নির্বাসিত করা হয়েছিল। তারপর থেকেই ভারতীয় গোয়েন্দারা তাঁকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে। অবশেষে দক্ষিণ আফ্রিকার পুলিশের সাহায্যে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।
পুলিশের এক বরিষ্ঠ আধিকারিক জানান, ‘আমরা সেনেগাল থেকে ওকে নিয়ে আসছি। আপাতত আমরা প্যারিসে আছি। আমরা এয়ার ফ্রান্সের বিমানে ভারতে আসছে। মধ্য রাতের মধ্যে দেশে পৌঁছে যাব।” ওই পুলিশ আধিকারিক স্পেশ্যাল টিমের সদস্য। সুত্র থেকে জানা যায় যে, সোমবার সকালের মধ্যে ভারতে পৌঁছে যাবে কুখ্যাত অপরাধী রবি পুজারি।
একদা রবি পুজারি মুম্বায়ের ফিল্ম ইন্ডাস্ট্রির ত্রাস হয়ে উঠেছিল। কিন্তু সে আবার বলিউডের বিগ বি অমিতাভের বড় ফ্যান ছিল। আর অমিতাভের সিনেমা অমর-আকবর-অ্যান্টনি দেখে নিজের নাম অ্যান্টনি রেখেছিল। কিন্তু এবার পুলিশের জালে এই কুখ্যাত মাফিয়া।