হাসপাতালের পর এবার স্কুল! ২,০০০ কোটির অনুদানের ঘোষণা আদানির, মন জিতলেন দেশবাসীর

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক অনুদান ঘোষণা করে চলেছেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani)। আর সেই সঙ্গে জিতে নিচ্ছেন দেশবাসীর মন। কিছুদিন আগেই ছেলে জিৎ আদানির বিয়ে উপলক্ষে সামাজিক কল্যাণের জন্য ১০ হাজার কোটি টাকা অনুদান ঘোষণা করেছিলেন তিনি। এবার আরো ২ হাজার কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানালেন শিল্পপতি। দেশজুড়ে প্রায় ২০ টি স্কুল তৈরিতে ব্যয় হবে এই টাকা।

আবারও অনুদান ঘোষণা করলেন আদানি (Gautam Adani)

সম্প্রতি এক বিবৃতিতে আদানি (Gautam Adani) গ্রুপের তরফে জানানো হয়েছে, দেশে স্কুল স্থাপনের জন্য আদানি ফাউন্ডেশন GEMS এডুকেশনের সঙ্গে অংশীদারিত্ব করবে। এই সংস্থা দীর্ঘদিন ধরে বেসরকারি কে-১২ শিক্ষার জগতে নেতৃত্ব দিয়ে এসেছেন। আদানি গ্রুপের থেকে ২০০০ কোটি টাকা অনুদানের সঙ্গে সঙ্গে এই অংশীদারিত্বের ফলে সমাজের সব স্তরের মানুষের কাছে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার পরিকাঠামো উপলব্ধ হবে।

Gautam adani announced 2 thousand crores for schools

কোথায় তৈরি হবে প্রথম স্কুল: এই বিবৃতি থেকেই জানা যাচ্ছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশে প্রথম আদানি (Gautam Adani) GEMS স্কুল অফ এক্সিলেন্স নির্মাণ করা হবে। লখনউতে নির্মিত হবে প্রথম স্কুল। কে-১২ বিভাগে অন্তত ২০ টি এমন স্কুল তৈরি করা হবে ভারতের মহানগর এবং পরবর্তীতে টায়ার ২ এবং টায়ার ৪ শহরে। প্রতিটি স্কুলেই থাকবে গবেষণাভিত্তিক বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা।

আরো পড়ুন : দুয়ারে দাঁড়িয়ে গ্রীষ্ম! পানীয় জল অপচয় করলেই পকেট হবে ফাঁকা, কড়া “শাস্তি”-র ঘোষণা এই শহরে

আগেও দিয়েছেন মোটা অনুদান: প্রসঙ্গত, এর আগে ছোট ছেলে জিৎ আদানি এবং দিভা শাহের বিয়ে উপলক্ষে সামাজিক কল্যাণের জন্য ১০ হাজার কোটি টাকা অনুদান দিয়েছিলেন গৌতম আদানি (Gautam Adani)। তার মধ্যে ৬ হাজার কোটি টাকা হাসপাতাল নির্মাণের জন্য এবং বাকি ৪ হাজার কোটি টাকা স্কিল ডেভেলপমেন্টের জন্য ঘোষণা করা হয়েছিল।

আরো পড়ুন : পাত্তা পেলনা “বিতর্ক”, অস্থির পরিস্থিতিতেও বিয়ের ধুম ভারত-বাংলাদেশের নাগরিকদের মধ্যে

উল্লেখ্য, এই মুহূর্তে ফোর্বসের মতে, মুকেশ অম্বানির পর দেশের সর্বোচ্চ ধনকুবের হিসেবে স্থান রয়েছে গৌতম আদানির। সম্প্রতি বাংলাদেশ বকেয়া টাকা দিতে না পারায় বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল আদানি (Gautam Adani) গ্রুপ। তবে এবার ফের তা পুরো করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তবে আদানি গ্রুপের তরফে বলা হয়েছে, আগের মতোই ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে বাংলাদেশকে। তবে কোনো অতিরিক্ত ছাড় থাকবে না।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর