সঞ্জু স্যামসনকে নিয়ে মন্তব্য, শশী থারুরকে ধুঁয়ে দিলেন গৌতম গম্ভীর

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন তরুণ ভারতীয় ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। প্রথম ম্যাচ থেকেই এক অন্য সঞ্জু স্যামসনকে দেখছে ক্রিকেটপ্রেমীরা। প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে মারকাটারী ইনিংস খেলার পর গতকাল কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধে সঞ্জু স্যামসনের বিধ্বংসী ইনিংস দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারপর থেকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে এত প্রতিভা থাকার সত্ত্বেও সঞ্জু স্যামসন কেন ভারতীয় দলে সুযোগ পান না? কেন ভারতীয় জাতীয় দল থেকে বঞ্চিত হতে হয় সঞ্জুকে? এমন প্রশ্ন করেছেন প্রাপ্তন অজি কিংবদন্তি শেন ওয়ার্নও।

আর সঞ্জু স্যামসনের এমন দুর্দান্ত ব্যাটিং এর পরেই কংগ্রেস সাংসদ শশী থারুর মন্তব্য করেন যে সঞ্জু স্যামসন হয়ে উঠতে পারেন পরবর্তী ধোনি। টুইট করে শশী থারুর লিখেছেন, “আমি সঞ্জু স্যামসনকে প্রায় 10 বছর ধরে চিনি, আমি ওকে অনেক আগেই বলেছিলাম যে তুমি পরবর্তী ধোনি হয়ে উঠবে। আর এখন সেই সময় চলে এসেছে, এখন সঞ্জুর ব্যাটিং দেখে সকলে বুঝে গিয়েছেন যে ওর মধ্যে কতটা প্রতিভা রয়েছে।” আর শশী থারুরের এমন মন্তব্যের পরেই তাকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর।

কংগ্রেস সাংসদ শশী থারুরের এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেননি প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর। তিনি শশী থারুরের মন্তব্য শেয়ার করে টুইটারে লিখেছেন, “অন্য কোন ক্রিকেটার হয়ে ওঠার প্রয়োজন নেই সঞ্জু স্যামসনের। ও ভারতীয় ক্রিকেটে সঞ্জু স্যামসন নামেই নিজের পরিচিতি অর্জন করবে।” অর্থাৎ গৌতম গম্ভীর বিশ্বাস করেন যে সঞ্জু স্যামসন কোনো দ্বিতীয় ধোনি নয় বরং সঞ্জু স্যামসন নামেই ভারতীয় ক্রিকেটে জনপ্রিয় হয়ে উঠবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর