মাধ্যমিকে ৩৫ শতাংশ নাম্বার নিয়েই পড়া যাবে বিজ্ঞান! বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সমগ্র বাংলা জুড়ে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল আর তার ঠিক একদিন পরে একটি নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই নির্দেশিকা অনুযায়ী, বিজ্ঞান বিভাগ তথা অঙ্ক, জীবন বিজ্ঞান, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এবং অন্যান্য একাধিক বিষয়ে সুযোগ পাওয়ার জন্য ন্যূনতম 35 শতাংশ নম্বর থাকলেই চলবে। উল্লেখ্য, অতীতে এর পরিমাণ ছিল 45 শতাংশ আর এ দিন তা এক ধাক্কায় 10% পর্যন্ত কমানো হলো।

প্রসঙ্গত, অতীতে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 45 শতাংশ নম্বর থাকলে তবেই একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করা যেত। তবে বর্তমানে ছাত্র-ছাত্রীদের অবাধে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তবে শুধুমাত্র বিজ্ঞান নয়, এর পাশাপাশি ভূগোলেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই বিজ্ঞপ্তির পরেই শুরু হয়ে গিয়েছে শোরগোল। একাধিক শিক্ষক সংগঠনগুলি এর সমালোচনা করেছে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডলের কথায়, “উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা বর্তমানে বিজ্ঞানে সুযোগ পাওয়ার জন্য 45 শতাংশ থেকে কমিয়ে নূন্যতম নম্বর 35 শতাংশ করা হয়েছে, যা অত্যন্ত নেতিবাচক সিদ্ধান্ত।” শিক্ষা সংসদের দ্বারা এদিন অপর একটি সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের সংখ্যা 275 থেকে বাড়িয়ে 400 করা হয়েছে। ফলে তাদের এই সিদ্ধান্ত নিয়েও জন্ম নিয়েছে বিতর্ক।

শিক্ষকদের একাংশের দাবি, “এই সিদ্ধান্তের ফলে স্কুলের ছাত্র-ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং বর্তমানে যে সংখ্যক শিক্ষক রয়েছে, তাদের পক্ষে এত চাপ সহ্য করা সম্ভব হবে না। ফলে আখেরে শিক্ষাব্যবস্থারই ক্ষতি হতে চলেছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর