LIC-র দুর্ধর্ষ স্কিম! এবার স্বল্প বিনিয়োগেই প্রতিমাসে পেয়ে যান ১১,০০০ টাকার পেনশন

বাংলা হান্ট ডেস্ক: সঠিক জায়গায় অর্থ বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে কে না চান? তবে, বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক বিকল্প উপলব্ধ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে থেকে যায় ঝুঁকির আশঙ্কা। এমতাবস্থায়, বিনিয়োগকারীদের কাছে একটি ভরসাযোগ্য নাম হল LIC (Life Insurance Corporation of India)। এই প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে বিভিন্ন স্কিমে নিশ্চিন্তে বিনিয়োগ করে আসছেন লক্ষ লক্ষ বিনিয়োগকারী।

পাশাপাশি, বিনিয়োগকারীদের কথা মাথায় রেখেও একের পর এক দুর্দান্ত স্কিম উপলব্ধ করছে LIC। বর্তমান প্রতিবেদনে আজ আমরা LIC-র ঠিক সেইরকমই এক স্কিমের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, আমরা LIC-র জীবন শান্তি প্ল্যানের (Jeevan Shanti Plan) বিষয়ে আপনাদের জানাবো। যেটিতে বিনিয়োগ করে আপনি অবসর গ্রহণের পরে নিশ্চিন্তে পেনশন পেতে পারেন।

LIC-র নতুন জীবন শান্তি প্ল্যান হল একটি অ্যানুইটি প্ল্যান। অর্থাৎ, আপনি এই পলিসি কেনার সাথে সাথে আপনার পেনশনের পরিমাণ ফিক্সড হয়ে যাবে। আপনি এই পলিসিতে দু’টি বিকল্প পাবেন। প্রথমটি হল ডেফর্ড অ্যানুইটি ফর সিঙ্গেল লাইফ এবং দ্বিতীয়টি হল ডেফর্ড অ্যানুইটি ফর জয়েন্ট লাইফ।

আরও পড়ুন: বিরাট লাভ LIC-র! এই কারণে বিনিয়োগকারীরা হচ্ছেন মালামাল, আপনার টাকা আছে কি?

প্রথম অপশনের মাধ্যমে আপনি একজন ব্যক্তির জন্য পেনশন স্কিম কিনতে পারেন। এক্ষেত্রে ৩০ থেকে ৭৯ বছরের মধ্যে যেকোনো ব্যক্তি পলিসিটি কিনতে পারবেন। এই স্কিমটি কিনতে, আপনাকে কমপক্ষে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আপনি যদি পলিসিটি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনি যেকোনো সময় এটি স্যারেন্ডারও করতে পারেন।

আরও পড়ুন: আর নেই চিন্তা! LIC-র এই স্কিমে বিনিয়োগ করলেই প্রতিমাসে মিলবে ৩৬ হাজার টাকা

পাশাপাশি, সিঙ্গেল লাইফের ডেফর্ড অ্যানুইটিতে ১০ লক্ষ টাকার পলিসি ক্রয় করার মাধ্যমে আপনি প্রতিমাসে পেনশন হিসাবে ১১,১৯২ টাকা পাবেন। এদিকে, আপনি যদি ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, সেক্ষেত্রে প্রতিমাসে পেনশন পাবেন ১,০০০ টাকা। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বার্ষিক, ৬ মাস, ৩ মাস বা মাসিক ভিত্তিতে পেনশন নিতে পারেন।

Get Rs 11,000 pension per month in this scheme of LIC

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ডেফর্ড অ্যানুইটি ফর সিঙ্গেল লাইফ পলিসির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের পর পলিসি হোল্ডার পেনশন পেতে শুরু করবেন। তবে, পলিসি হোল্ডারের মৃত্যু হলে সেক্ষেত্রে তাঁর নমিনি অর্থ পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর